আইফোন সমগ্র [পর্ব -২] কিভাবে আপনার আইফোনটির Jailbreak করবেন


এর আগের পর্বের টিউনটিতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম Jailbreak ও iPhone সমন্ধে। আমি আগেই বলেছি যে Jailbreak করা এবং iPhone কে আনলক করা দুটিই আপনার আইফোনটির ওয়ারেন্টির নিয়মের বর্হিভূত। শুধুমাত্র “হংকং” বাদ দিয়ে যেখানে আইফোনগুলি কেনা থেকেই আনলক করাই থাকে।

আরেকটি সুখবর হল Jailbreak কিন্তু এককালীন নয় আপনি যখনি চাইবেন তখনি আপনার আইফোনকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন। তবে এর জন্য আপনাকে আইফোনটির ফ্রেমওয়ার ভার্সনটিকে রিস্টোর করতে হবে। এর জন্য Jailbreak সম্পূর্ণ নিরাপদ।

তো আজকে আমি আপনাদেরকে বর্তমানে আইফোনের iOS 4.2.1 ভার্সনটিকে কিভাবে Jailbreak করা যায় তা দেখাব।

আইফোনের Jailbreak করার জন্য বিভিন্ন ধরণের টুল পাওয়া যায়। এদের মধ্যে আমার জানা মতে সবচেয়ে বিশ্বস্ত এবং বহুল ব্যবহৃত টুলটির নাম হল Greenpois0n। Greenpois0n-এর বর্তমানে সবচেয়ে লেটেস্ট ভার্সনটি হল Greenpois0n 1.0 RC 6.1 । এবং এটি দিয়ে Jailbreak করা খুবই সহজ। শুধুমাত্র কয়েকটা সিম্পল স্টেপ।

——সাবধান——

এই টিউটোরিয়াল অনুসরণ করাতে যদি আপনার আইফোনের কোন সমস্যা হয় তাহলে আমি কোনভাবেই দায়ী থাকব না।

তাই যা করবেন, নিজের ঝুকিতে করবেন।

তবে প্রতিটি স্টেপ মনোযোগ এবং ঠিঠাকমত সম্পন্ন করলে কো সমস্যা না হওয়ার সম্ভবনাই বেশি।

Greenpois0n -এর সাহায্যে Jailbreak করবেন যেভাবে-

Supported iDevices:

iPod

  • – iPod Touch 2G (all bootroms)
  • – iPod Touch 3G
  • – iPod Touch 4G

iPhone

  • – iPhone 3Gs (all bootroms)
  • – iPhone 4
  • – iPhone 4 Verizon

iPad

  • iPad 1G

Apple TV

  • Apple TV 2

নিচের কয়েকটি সহজ স্টেপ খুব মনযোগ দিয়ে পালন করুন।

১। প্রথমে জেনে নিন আপনি আপনার বর্তমান আইফোনটিতে iOS এর কোন ভার্সনটি ব্যবহার করছেন। এটি জানার জন্য আপনার হোমাস্কিন থেকে Settings এ যান। তারপর Settings মেনু থেকে General -অপশনটিতে প্রবেশ করুন। এরপর About -এ ক্লিক করুন। এবার নিচে Version এর জায়গায় দেখুন আপনার আইফোনটির বর্তমান ভার্সনটি কত। বুঝতে সমস্যা হলে এই লিংকে প্রবেশ করতে পারেন।

২। আমার এই পদ্ধতিতে আপনার আইফোনটি Jailbreak করার জন্য অবশ্যই 4.2.1 ভার্সনে আপডেট করতে হবে। যদি আপনার আইফোনের বর্তমান ভার্সনটি 4.2.1 এর কম হয়, তাহলে iTunes এর সবচেয়ে লেটেস্ট ভার্সনটির সাহায্যে আইফোনটিকে আপডেট করে নিন। আইফোনটিকে আপডেট করার পর ব্যকআপ করেও রাখতে পারেন। যাতে পরবর্তিতে কোন সমস্য হলে রিস্টোর করতে পারেন। iTunes এর সাহায্যে কিভাবে আইফোনকে ব্যকআপ, আপডেট, রিস্টোর করতে হয় তা জানার জন্য এই লিংকে ক্লিক করতে পারেন।

(বিঃদ্রঃ আর একটি গুরুত্বপূর্ণ কথা হলঃ আপনারা যারা আইফোন ৪ ব্যবহারকারী তারা এই ২ নম্বর স্টেপের পদ্ধতি অবলম্বন করবেন না। কারণ এই ভার্সনে আইফোন ৪ -কে আপডেট করার ফলে যে ফোনটিতে Baseband ভার্সনটি তৈরী হয় সেটি আনলক করা বর্তমানে সম্ভব নয়। তাই আইফোন ৪ -এর BaseBand ভার্সন পরিবর্তন না করেই কিভাবে ৪.২.১ ভার্সনে আপডেট করবেন তার জন্য এই টিউনটি দেখুন।)

৩। Jailbreak করার জন্য আপনার ব্যবহৃত অপারেটিং সিস্টেম অনুযায়ী নিচের লিংকগুলি থেকে Greenpois0n ডাউনলোড করে নিন।

৪। ডাউনলোড করা ফাইলটিকে আনজিপ করুন। আনজিপ করলে দুইটি ফাইল দেখতে পাবেন। একটি মূল সফট্ওয়ার ও তার সাথে Jailbreak করার নিয়ম। এবার greenpois0n নামের ফাইলটিকে ডাবল ক্লিক করুন। সামান্য কিছুক্ষণ পর নিচের মত একটি মেসেজ আসবে। No ক্লিক করুন।

৫। আপনার সেটটির পাওয়ার অফ (Power Off) করে USB কেবলের সাহায্যে কম্পিউটারের সাথে কানেক্ট করুন।

এবার Prepare to Jailbreak (DFU) তে ক্লিক করুন। DFU = Device Firmware Update

৬। এরপর নিচের মত একটি উইনডো আসবে এবং আপনাকে কি কি করতে হবে তা ওইখানে লেখাই থাকবে। আপনাকে শুধু নির্ধারণ করা সময় অনুযায়ী আইফোনের বাটনগুলি চাপতে হবে।

রেডি হওয়ার জন্য ৩ সেকেন্ট সময় দেন-

৭। এইবার আপনার আইফোনের Sleep নামের বাটনটিকে ২ সেকেন্ট এর জন্য চাপে ধরুন।

৮। এরপর Sleep বাটনটিকে কিন্তু ছাড়বেন না। ওইটা সহ আইফোনটির Home বাটনটিকে ১০ সেকেন্ট চেপে ধরুন। খেয়াল রাখবেন যাতে বাটনগুলি নিময়অনুযায়ী চাপা হয়। নির্ধারিত সময়ের পূর্বে কখনোই বাটন ছেড়ে দিবেন না।

৯। এবার Sleep বাটনটিকে ছেড়ে দিন। কিন্তু Home বাটন ছাড়বেন না। ওইটাকে আরও ১৫ সেকেন্ট ধরে রাখুন।

১০। সবকিছু ঠিকঠাক মত হলে Jailbreak শুরু হবে। এবং কিছুক্ষণের মধ্যেই আপনার আইফোনটিতে Verbose মুডের লেখা দেখাবে তারপর আইফোনটি একবার রিস্টাট হবে।

১১। এখন আপনার হোমস্কিনটা নিচের মত দেখতে পাবেন। এবং তাতে প্রথমে “Loader” টিতে ক্লিক করুন। তারপর Cydia ওপেন করুন।

Cydia তে ক্লিক করুন–

এখন Install Cydia তে ক্লিক করুন। ইন্সটল হওয়ার পর Loader টি রিমুভ করার জন্য একটি ম্যসেজ পাবেন। Loader টি এখন আর কোন দরকার নেই তাই রিমুভ করে দেওয়াই ভাল।

ব্যাস। Jailbreak হয়ে গেছে।

নেমে পড়েছেন কী আপনার iPhone টিকে Jailbreak করতে?

Series Navigation<< আইফোন সমগ্র [পর্ব -১] Jailbreak এবং iPhone Unlock কি? iPhone ব্যবহারকারী হলে অবশ্যই জানা দরকার।আইফোন সমগ্র [পর্ব -৩] কিভাবে আপনার আইফোন ৪ -এর BaseBand পরিবর্তন না করেই iOS 4.2.1 ভার্সনে আপডেট করবেন। >>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *