- আইফোন সমগ্র [পর্ব -১] Jailbreak এবং iPhone Unlock কি? iPhone ব্যবহারকারী হলে অবশ্যই জানা দরকার।
- আইফোন সমগ্র [পর্ব -২] কিভাবে আপনার আইফোনটির Jailbreak করবেন
- আইফোন সমগ্র [পর্ব -৩] কিভাবে আপনার আইফোন ৪ -এর BaseBand পরিবর্তন না করেই iOS 4.2.1 ভার্সনে আপডেট করবেন।
- আইফোন সমগ্র [পর্ব -৪] আইফোনের জেইলব্রেক করার আরও একটি সহজ পদ্ধতি
- আইফোন সমগ্র [পর্ব -৫] কিভাবে আপনার 4.2.1 Firmware ভার্সনের iPhone 3G, 3GS এবং iPhone 4 কে Unlock করবেন।
- আইফোন সমগ্র [পর্ব-৬] কিভাবে আপনার আইফোনে আগের গান রিমুভ না করেই নতুন গান যোগ করবেন
- আইফোন সমগ্র [পর্ব-৭] কিভাবে আপনার আইফোনের পেইড এ্যাপ্লিকেশনগুলির ক্রাক (ফ্রি) ভার্সন ইন্সটল করবেন
- আইফোন সমগ্র [পর্ব-৮] আইফোনে .deb ফাইল ইন্সটল করার পদ্ধতি
- আইফোন সমগ্র [পর্ব-৯] আইফোনকেই বানিয়ে ফেলুন Wifi Router, আর ইচ্ছামত নেট সেয়ার করুন আপনার বন্ধুদের মোবাইলে কিংবা কম্পিউটারে
- আইফোন সমগ্র [পর্ব-১০] ক্রেডিট কার্ড ছাড়াই ফ্রিতে Apple/আইটিউনস একাউন্ট খোলার পদ্ধতি
- আইফোন সমগ্র [পর্ব-১১] আইফোন রিষ্টোর করার পদ্ধতি
আইফোন ব্যবহারকারীরা প্রতিনিয়তই বিভিন্ন এপ্লিকেশন ইন্সটল করার ফলে বিভিন্ন সমস্যায় পড়েন। হঠাৎ করে আইফোন আর চালু হয় না। বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে কেউ কেউ জেইলব্রেক করতে গিয়ে ঠিকমত করতে না পারার ফলে এই সমস্যায় পড়েন।
তবে দুশ্চিন্তা করার কোন কারণ নেই কারণ এই সমস্যা কোন গুরুতর সমস্যা নয়। আইফোন/আইপড/আইপ্যাডটি পূণরায় সচল করার জন্য কয়েকটি পদ্ধক্ষেপ নিলেই পূণরায় চালু হয়ে যায়।
আসুন দেখা যাক কিভাবে-
আইফোন/আইপ্যাড/আইপড টাচ রিষ্টোর করার পদ্ধতিঃ
আইফোন/আইপ্যাড/আইপড টাচ রিষ্টোর করার জন্য আপনার কম্পিউটারে iTunes ইনষ্টল করা থাকতে হবে। ইনস্টল করা না থাকলে এখানে ক্লিক করে iTunes এর সবচেয়ে নতুন সংস্করণটি ডাউনলোড করে নিন। এবং আপনার কম্পিউটারে ইনস্টল করুন।
iOS ডাউনলোডঃ
আপনার আইফোন/আইপ্যাড/আইপড টাচটি রিষ্টোর করার জন্য iOS এর প্রয়োজন। আপনি আপনার আইফোন/আইপ্যাড/আইপড টাচে iOS এর যে ভার্সনটি দিয়ে রিষ্টোর করতে চান সেটি এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী ডাউনলোড করে নিন।
ধাপসমূহঃ
১। প্রথমে আপনার আইফোনটিকে কম্পিউটারের সাথে কানেক্ট করুন।
২। আপনার আইফোন iHome (Menu) এবং Sleep (On/Off) বাটনটি ততক্ষণ পর্যন্ত চেপে ধরুন যতক্ষন পর্যন্ত iTunes এর একটি লোগো আপনার ডিসপ্লেতে দেখাবে না।
৩। লোগোটি প্রদর্শিত হলে কম্পিউটারে আপনার আইফোনটির ছবি নামসহ দেখাবে। এখন রিষ্টোর করার জন্য আপনার কিবোর্ড থেকে Shift বাটনটি চেপে ধরে Restore এ ক্লিক করুন।
৪। আপনার ডাউনলোড কৃত iOS রিষ্টোরের ফাইলটা যেখানে ডাউনলোড করে রেখেছেন সেখানে গিয়ে ফাইলটা ওপেন করুন।
৫। কিছুক্ষণের মধ্যেই আপনার আইফোন/আইপ্যাড/আইপড টাচটি রিষ্টোর হওয়া শুরু হবে।
৬। উপরের নোটিফিকেশন বারটি থেকে প্রোগেস জানতে পারবেন এবং আপনার ফোনেও রিষ্টোরের প্রগ্রেসটি দেখতে পাবেন
৭। রিষ্টোর সফলভাবে সম্পন্ন হলে আপনাকে ম্যাসেজ দিয়ে জানানো হবে। কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনার ফোনটি রিষ্টাট নিবে এবং পূণরায় চালু হলে iTunes এ দেখাবে।
৮। ফোনটি সফলভাবে রিষ্টোর হওয়ার পর এটিকে সেটআপ করতে বলবে। iTunes এ আপনার ফোনের পূর্ববর্তী কোন ব্যাকআপ থাকলে আপনি সেটি আপনার ফোনটির ব্যাকআপটি রিস্টোর করে দিতে পারবেন। আর যদি না থাকে তাহলে Set Up As A New iPhone/iPad/iPod এ চেক করে Continue করুন।
৯। পরবর্তী উইনডোটিতে Name এর জায়গায় আপনার নাম দিন এবং চেকবক্সগুলি আনচেক করে দিন তারপর Done এ ক্লিক করুন করুন।
১০। আপনি আপনার আইফোন/আইপ্যাড/আইপডটিকে সফলভাবে রিষ্টোর করতে পেরেছেন। এবং এটির জন্য সফলভাবে ব্যাকআপ তৈরী করেছেন।
কোন ধাপ ঠিকমত বুঝতে না পারলে বা কোন সমস্যা হলে অবশ্যই মন্তব্য করতে দ্বিধাবোধ করবেন না। ভালো থাকুন।
আমার আইফোন ৪এস পিসিতে কানেক্ট হছ্চে না । আমি এখন কি করব।