- আইফোন সমগ্র [পর্ব -১] Jailbreak এবং iPhone Unlock কি? iPhone ব্যবহারকারী হলে অবশ্যই জানা দরকার।
- আইফোন সমগ্র [পর্ব -২] কিভাবে আপনার আইফোনটির Jailbreak করবেন
- আইফোন সমগ্র [পর্ব -৩] কিভাবে আপনার আইফোন ৪ -এর BaseBand পরিবর্তন না করেই iOS 4.2.1 ভার্সনে আপডেট করবেন।
- আইফোন সমগ্র [পর্ব -৪] আইফোনের জেইলব্রেক করার আরও একটি সহজ পদ্ধতি
- আইফোন সমগ্র [পর্ব -৫] কিভাবে আপনার 4.2.1 Firmware ভার্সনের iPhone 3G, 3GS এবং iPhone 4 কে Unlock করবেন।
- আইফোন সমগ্র [পর্ব-৬] কিভাবে আপনার আইফোনে আগের গান রিমুভ না করেই নতুন গান যোগ করবেন
- আইফোন সমগ্র [পর্ব-৭] কিভাবে আপনার আইফোনের পেইড এ্যাপ্লিকেশনগুলির ক্রাক (ফ্রি) ভার্সন ইন্সটল করবেন
- আইফোন সমগ্র [পর্ব-৮] আইফোনে .deb ফাইল ইন্সটল করার পদ্ধতি
- আইফোন সমগ্র [পর্ব-৯] আইফোনকেই বানিয়ে ফেলুন Wifi Router, আর ইচ্ছামত নেট সেয়ার করুন আপনার বন্ধুদের মোবাইলে কিংবা কম্পিউটারে
- আইফোন সমগ্র [পর্ব-১০] ক্রেডিট কার্ড ছাড়াই ফ্রিতে Apple/আইটিউনস একাউন্ট খোলার পদ্ধতি
- আইফোন সমগ্র [পর্ব-১১] আইফোন রিষ্টোর করার পদ্ধতি
.deb ফাইল কি?
.deb এক ধরণের প্যাকেজ। একটা এপ্লিকেশন ইন্সটল করার জন্য যাবতীয় যত ফাইল দরকার তার সবগুলাই এই .deb প্যাকেজটির মধ্যে ঢোকানো থাকে।
.deb ফাইল ইন্সটলের পদ্ধতিঃ
১। আপনি যে .deb ফাইলটি ইন্সটল করতে চান সেটি সরাসরি আপনার আইফোনে ডাউনলোড করুন (উদারহণ : LockInfo )
২। Cydia ওপেন করে “Search” এ যান এবং “Mobile Terminal” লিখে সার্চ করুন এরপর খুজে পাওয়া Mobile Terminal সফটটি ইন্সটল করুন।
৩। ইন্সটল শেষে, সার্চ থেকে পূণরায় “OpenSSH” লিখে সার্চ দিন এবং সফটটি ইনস্টল করুন।
৪। এবার আপনার স্প্রিংবোর্ড থেকে “Mobile Terminal” ওপেন করুন
৫। নিচের কোডগুলি লিখুন
- su (return বাটনটি চাপুন)
- alpine (return বাটনটি চাপুন) /!\ টাইপকৃত পাসওয়ার্ডটি দেখতে পাবেন না। সমস্যা নেই /!\
- dpkg -i আপনারপ্যাকেটেরনাম.deb (return বাটনটি চাপুন, বিদ্রঃ “আপনারপ্যাকেজেরনাম” লেখাটিতে আপনার ডাউনলোডকৃত ফাইলটির হুবহু নামটি লিখে দিন। উদাহরণ অনুযায়ী আপাতত LockInfo লিখুন)
নোটঃ যদি কোন ডাউনলোডকৃত প্যাকেজের নাম খুব বড় হয় বা লিখতে সমস্যা মনে হয় তাহলে প্যাকেজটিকে রিনেম করে আপনার ইচ্ছামত নাম দিয়ে দিতে পারেন।
৬। এবার আপনার ফোনটি রিষ্টাট করুন।
৭। আপনার .deb প্যাকেজটি ইন্সটল হয়ে গেছে।
ধন্যবাদঃ hackstor.biz কে