Windows কি? Windows XP সেটআপ দেয়ার পদ্ধতি

কম্পিউটার পরিচালনার জন্য কম্পিউটার কেনার পর অপারেটিং সিস্টেম ইন্সটল করতে হয়। বাজারে বিভিন্ন রকমের অপারেটিং সিস্টেম পাওয়া যায়। যেমনঃ Linux, Mac, Windows ইত্যাদি। এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত অপারেটিং সিস্টেম Windows। Windows অপারেটিং সিস্টেম এর বিভিন্ন সংস্করণ (Edition) আছে যেমনঃ Windows 95, Windows 98, Windows Me (Millennium Edition), Windows 2000, Windows Server 2003,  Windows XP, Windows Vista, Windows Server 2008, Windows 7 এবং Windows 8। এই ভার্সনগুলির মধ্যে Windows XP সবচেয়ে বেশি জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত। Windows XP এর পূর্ণ রূপ “Windows Experience” অর্থাৎ “উইন্ডোজ অভিজ্ঞতা”; তবে এই অপারেটিং সিস্টেমটির নতুন সংস্করণ “Windows 7” বর্তমানে খুবই জনপ্রিয়তা অর্জন করছে। তবে পিসিতে Windows 7 ইন্সটলের জন্য একটু হাই কনফিগারেশন লাগে নাহলে পিসি স্লো কাজ করে। তবে ভাল অর্থাৎ হাই কনফিগারেশনের পিসিতে Windows 7 চালানোর এক অন্যরকম অনুভূতি। আর Windows XP প্রায় সব ধরণের পিসিতে চালানো যায়। তবে Windows XP ইন্সটলও একটু ঝামেলা। তাহলে আসুন জানা যাক কিভাবে একটি পিসিতে Windows এর Experience সংস্করণ অর্থাৎ Windows XP ইন্সটল করা যায়…

উইন্ডেজ এক্সপি সেটআপ করতে কম্পিউটার এর পারফরমেন্স ভেদে সময়ের তারতম্য হয়ে থাকে। চলুন শুরু করা যাক –

উইন্ডোজ এক্সপি ইন্সটলের পদ্ধতিটি আমি মোট তিনটি ধাপে সম্পন্ন করব। নিচে ধারাবাহিক ভাবে ধাপগুলো অনুসরন করুন।

ধাপ – ১ : Installation শুরু …..

  • প্রথমে উইন্ডোজ এক্সপি এর বুটাবল সিডিটি আপনার কম্পিউটারের রমে প্রবেশ করান এবং কম্পিউটারটি রিষ্টাট করুন।
  • কম্পিউটারটি পুনারায় যখন চালু হবে তখন BIOS সেটিংস এর ঢোকার জন্য কিবোর্ড থেকে Delete বাটনটি প্রেস করুন। মাদারবোর্ডের ভিন্নতা অনুযায়ী সকল কম্পিউটারে Delete চেপে BIOS এ নাও ঢুকতে পারে। নিচে মাদারবোর্ডের ভিন্নতা অনুযায়ী কোন মার্দারবোর্ডের কম্পিউটারে কোন কি প্রেস করলে BIOS এ প্রবেশ করা যাবে তার একটি তালিকা দেওয়া হল।
BIOS Suppliers Keyboard Commands
ALR ALR Advanced Logic Research, Inc. ® PC / PCI F2
ALR PC non / PCI CTRL+ALT+ESC
ADM AMD® (Advanced Micro Devices, Inc.) BIOS F1
AMI AMI (American Megatrends, Inc.) BIOS DEL
Award Award™ BIOS CTRL+ALT+ESC
Award BIOS DEL
DTK DTK® (Datatech Enterprises Co.) ESC
Phoenix Phoenix™ BIOS CTRL+ALT+ESC
Phoenix BIOS CTRL+ALT+S
Phoenix BIOS CTRL+ALT+INS
Computer Vendor Keyboard Commands
Acer Acer® F1, F2, CTRL+ALT+ESC
ARI ARI® CTRL+ALT+ESC, CTRL+ALT+DEL
ARI® CTRL+ALT+ESC, CTRL+ALT+DEL
Compaq Compaq® 8700 F10
CompUSA CompUSA® DEL
Cybermax Cybermax® ESC
Dell Dell® 400 F3, F1
Dell 4400 F12
Dell Dimension® F2 or DEL
Dell Inspiron® F2
Dell Latitude Fn+F1 (while booted)
Dell Latitude F2 (on boot)
Dell Optiplex DEL
Dell Optiplex F2
Dell Precision™ F2
Dell Precision™ F2
eMachine eMachine® DEL
Gateway Gateway® 2000 1440 F1
Gateway 2000 Solo™ F2
HP HP® (Hewlett-Packard) F1, F2 (Laptop, ESC)
IBM IBM E-pro Laptop F2
IBM PS/2® CTRL+ALT+INS after CTRL+ALT+DEL
IBM Thinkpad F1
Intel® Tangent Intel® Tangent DEL
Micron® Micron® F1, F2, or DEL
Packard Bell® Packard Bell® F1, F2, Del
Seanix Seanix DEL
Sony Sony® VAIO F2
Sony VAIO F3
Tiger Tiger DEL
Toshiba Toshiba® 335 CDS ESC
Toshiba Protege ESC
Toshiba Satellite 205 CDS F1
Toshiba Tecra F1 or ESC
  • কিবোর্ড থেকে Delete বাটন চাপলে BIOS এর ঢুকবে। এরপর Advanced BIOS Features নির্বাচন করুন এবং কিবোর্ড থেকে Enter চাপুন।

  • নিচের চিত্রটির মত First Boot Device নির্বাচন করে Enter চাপুন এবং CDROM নির্বাচন করে দিন। এরপর Second Boot Device থেকে HDD-0 নির্বাচন করুন।

  • এরপর আপনার কিবোর্ড থেকে F10 প্রেস করুন এবং y লিখে Enter চাপুন। কম্পিউটারটি রিষ্টাট হবে…
  • কম্পিউটারটি পূণরায় চালু হওয়ার সময় যখন মনিটরের নিচের দিকে Press any key to boot from CD… লিখা দেখাবে, তখন কি-বোর্ড থেকে যেকোন একটি key চাপুন। Press any key to boot from CD… লিখাটি কয়েক সেকেন্ডের জন্য থাকে। যদি তা কখনো মিসটেক করেন, তাহলে আবার কম্পিউটারটি রিষ্টাট করে চেষ্টা করতে হবে। নিচের চিত্রটি লক্ষ্য করুন।

  • কিছুক্ষণ অপেক্ষা করার পর Windows XP Professional Setup শিরোনামে একটি পর্দা আসবে। এই সময় আপনার মাউস কাজ করবে না। সুতরাং আপনাকে অবশ্যই কি-বোর্ড ব্যবহার করে কাজ করতে হবে। কিবোর্ড থেকে Enter চাপুন।

  • Windows XP Licensing Agreement শিরোনামে একটি পেইজ আসবে। এখন কিবোর্ড থেকে F8 চাপুন।

  • আপনার কম্পিউটারে যদি আগেথেকেই Windows XP Service Pack 2 ইন্সটল করা থাকে তাহলে আপনাকে Repair নামের একটা অপশন দিবে। আপনি কিবোর্ড থেকে Esc চাপুন। (না আসবে এই পয়েন্টটি বাদ দিন)
  • নতুন একটি পর্দা আসবে এবং যেখানে আপনি কোন ড্রাইভে Windows ইন্সটল করতে চান সেটি নির্বাচন করতে হবে। Operating System গুলি সাধারণত C ড্রাইভেই ইন্সটল করা হয়। তাই C ড্রাইভ নির্বাচন করুন এবং Enter চাপুন। ড্রাইভটি ফরমেট করতে চাইবে। কিবোর্ড থেকে F চাপুন এবং কনফারমেশন মেসেজ দিলে C চাপুন।
  • আপনাকে হার্ডডিক্স ড্রাইভকে ফরমেট করার জন্য ফাইল সিস্টেম পছন্দ করতে হবে। এখানে by default NTFS file system সিলেক্ট করাই থাকে। আপনি যদি দ্রুত উইনডোজ ইনস্টল প্রক্রিয়া সম্পন্ন করতে চান তাহলে সবচেয়ে উপরের অপশনটি নির্বাচন করুন। অর্থাৎ “Format the partition using the NTFS file system (Quick)” নির্বাচন করুন এবং কিবোর্ড থেকে ENTER চাপুন।

  • এরপর উইন্ডেজ এক্সপি অটোমেটিক আপনার C: ড্রাইভের সকল তথ্য মুছে ফেলবে। এবং নতুন তথ্য কপি করবে। এই কপি করার প্রকিয়াটি আপনার কম্পিউটারের পারফামেন্স ভেদে কিছুক্ষণ সময় নিবে। অপেক্ষা করুন।

  • এখানেই প্রথম ধাপ শেষ। নতুন ফাইলগুলি কপি করার পর, কম্পিউটার বন্ধ হয়ে পুনরায় চালু করবে।

ধাপ – ২ : Continue the installation শুরু…

  • Windows XP নতুন ফাইল কপি করে পুনরায় চালু হবে। এবং installation process চলতে থাকবে। এই অবস্থান থেকে আপনি আপনার মাউস পয়েন্টার কে ব্যবহার করতে পারবেন। কিছুক্ষণ পর Regional and Language Options এর একটি ডায়লক বক্স প্রদর্শন করবে। Next > বাটনে ক্লিক করুন। নিচের চিত্রটি লক্ষ্য করুন।

  • আবারো Next এ ক্লিক করুন।
  • এবার Your Product Key চাইবে। আপনার ক্রয়কৃত Windows XP CD এর মোড়কে যেই সিরিয়াল নম্বরটি দেয়া থাকবে সেটি ক্রমান্বয়ে লিখে দিন। চাইলে নিচের চিত্রে দৃশ্যমান সিরিয়ার নম্বরটি লিখে দিতে পারেন। তারপর Next এ ক্লিক করুন। নিচের চিত্রটি লক্ষ্য করুন।

  • Computer Name and Administrator Password নামের একটি ডায়লক বক্স আসবে। আপনার পছন্দমত একটি নাম বসিয়ে দিন। নিচের যে ঘর দুটিতে পাসোয়ার্ড এর জন্য খালি আছে সে ঘর দুটি খালি রেখেই Next click করুন। এই পাসওয়ার্ড আপনি সেটআপ শেষে Control Panel থেকে দিতে পারবেন। নিচের চিত্রটি লক্ষ্য করুন।

  • এরপর Date and Time Settings page আসবে। Date and Time অটোমেটিকই সেট হয়ে থাকে। আপনাকে শুধু সঠিক Time Zone টি নির্বাচন করে দিতে হবে। Time Zone থেকে আমাদের বাংলাদেশের জন্য (GMT +06:00) Astana Dhaka নির্বাচন করুন। তারপর Next এ ক্লিক করুন। নিচের চিত্রটি লক্ষ্য করুন।

  • এখন Windows XP আপনার কম্পিউটারকে কনফিগারিং করার জন্য কয়েক মিনিট সময় নিবে।
  • এরপর Networking Settings নামে আরও একটি ডায়লক বক্স আসবে। এখানে শুধু Next এ ক্লিক করুন।

  • এরপর Workgroup or Computer Domain নামের বক্স আসলে Next এ ক্লিক করুন।

  • এখানেই দ্বিতীয় ধাপ শেষ। ১৫-২০ মিনিট Windows XP কনফিগারেশন কপি করার পর কম্পিউটার রিষ্টাট হবে। ততক্ষণে অপেক্ষা করুন।

ধাপ – ৩ : Complete the installation শুরু…

  • প্রথমে Display Settings নামে একটি ডায়লক বক্স প্রদর্শন করবে। OK ক্লিক করুন।

  • তারপর Monitor Settings নামের আরেকটি ডায়লক বক্স প্রদর্শন করবে। এখানে OK ক্লিক করুন।

  • উইন্ডোজ এক্সপি সেটআপ এর চূড়ান্ত ধাপ প্রদর্শন করবে। Welcome to Microsoft Windows শিরোনামের একটি পর্দা প্রদর্শিত হবে। Next ক্লিক করুন।

  • Help protect your PC পর্দা আসলে Not right now নির্বাচন করে Next এ ক্লিক করুন। নিচের চিত্রটি লক্ষ্য করুন।

  • Ready to register with Microsoft? শিরোনামে একটি পর্দা আসবে “No, not at this time” নির্বাচন করুন এবং Next এ ক্লিক করুন। নিচের চিত্রটি লক্ষ্য করুন।

  • Who will use this computer? নামের একটি পর্দা আসবে, Your Name বক্সে আপনার নাম লিখে দিন। তারপর Next এ ক্লিক করুন। নিচের চিত্রটি লক্ষ করুন।

  • এবার সর্বশেষে আপনাকে Thank you! দিবে, Finish এ ক্লিক করুন।

অভিনন্দন ! আপনি সফলভাবে উইনডোজ এক্সপি সেটাপ সম্পন্ন করেছেন।
এখন আপনি আপনার প্রয়োজনীয় সফটওয়্যারগুরো ক্রমান্বয়ে ইন্সটল করতে পারবেন।

ধন্যবাদঃ আরিফুল ইসলাম শাওন কে।

৩ Comments

  1. আমি windows xp setup করলে অনেক গুলো সফটওয়্যার ইনস্টল হয় না বেশীর ভাগ zip fileগুলো এইপর্যে আমার কি করা উচিত

    1. zip ফাইল তো ইন্সটল হয় না। আপনার কাছে zip ফাইল থাকলে প্রথমে ওটাকে Winrar বা 7zip সফটওয়্যার দিয়ে Unzip করতে হবে। তারপর ভিতরে থাকা সফটওয়্যার ইন্সটল করতে হবে। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *