সিমবিয়ান হ্যাকিং [পর্ব-৬] :: ফোনের জটিল কোন সমস্যায় প্রাথমিক চিকিৎসা হিসেবে ফোন রিষ্টোর করুন !

This entry is part 5 of 8 in the series সিমবিয়ান হ্যাকিং

কারণে-অকারণে, ইচ্ছাকৃত-অনিচ্ছাকৃত অথবা ফোনের যেকোন জটিল সমস্যার জন্য মাঝে মধ্যেই ফোন রিষ্টোর/রিসেট দেয়া ছাড়া উপায় থাকে না। তবে অনেকেই কিছুটা সমস্যায় পড়েন এই রিষ্টোর/রিসেট নিয়ে। কারণ তারা জানেননা কিভাবে এটি করতে হয়। আর জানলেও অনেকেই দেখা যায় তাদের ফোনের সিকিউরিটি কোড জানেন না। ফলে ফোন রিষ্টোর/রিসেট করা তাদের পক্ষে সম্ভব হয় না।

ফোন মূলত দুইভাবে রিষ্টোর/রিসেট করা যায়
যথাঃ
  • সফট রিসেট
  • হার্ড রিসেট

 

যেভাবে আপনার ফোনের সফট রিসেট করবেনঃ

সফট রিসেটটি মূলত ফোন রিষ্টোরের প্রথম ধাপ। এই রিসেটের মাধ্যমে শুধুমাত্র ফোনের সেটিং সমূহ রিষ্টোর হবে অর্থাৎ আপনার ফোনের কোনকিছু ডিলিট হবে না। হার্ড রিসেট করার আগে অবশ্যই প্রথমে সফট রিসেট করে দেখা উচিত।

সফট রিসেট করতে-

(ক) আপনার ফোনে *#7380# প্রেস করুন। এবং Yes করুন।
(খ) ফোনের সিকিউরিটি কোডটি দিয়ে OK করুন। (ডিফল্ট সিকিউরিটি কোড হিসেবে 1234 বা 12345 থাকে, কিন্তু কোড চেন্স করলে এটি খাটবে না তাই কোড জানা না থাকলে হার্ড রিসেট-এর ফোন অনুযায়ী ২য়-৫ম পদ্ধতিগুলি অনুসরণ করুন)
(গ) ফোনটি রিষ্টাট নিবে তাই কিছুক্ষণ অপেক্ষা করুন।
(ঘ) ফোন চালু হলে লোকেশন চাইবে “Bangladesh” দিলে OK করুন।
(ঙ) আপনার ফোনের সফট রিসেট কমপ্লিট !

আশা করি ফোনের সমস্যাগুলি চলে গেছে। যদি এখনো সমস্যা করে তাহলে হার্ড রিসেট করুন।

যেভাবে আপনার ফোন হার্ড রিসেট করবেনঃ

হার্ড রিসেট করার আগে অবশ্যই প্রথমে আপনার মেমোরী কার্ডটি ফরমেট করতে হবে। আপনি আপনার ফাইল ম্যানেজারে গিয়ে মেমোরী কার্ডটি ফরমেট করতে পারেন। অথবা ফোনটি পিসিতে লাগানোর সময় “Mass Storage” সিলেক্ট করে বা মেমোরী কার্ড রিডারের সাহায্যে পিসিতে মেমোরী কার্ডটি লাগিয়েও এটি করতে পারেন। আর যদি আপনি আপনার মেমোরী কার্ডটি ফরমেট করতে না চান তাহলে আপনার মেমোরী কার্ডটি থেকে শুধুমাত্র sys, system, resource ও Private ফোল্ডারগুলি মুছে ফেলুন। তবে সবথেকে ভাল হয় যদি আপনি মেমোরী কার্ডটি থেকে আপনার প্রয়োজনীয় ফাইলগুলি সরিয়ে নিয়ে ফরমেট দিয়ে দেন।

বিদ্রঃ হার্ড রিসেট করলে আপনার ফোন মেমোরীতে থাকা ম্যাসেজ, নম্বর ইত্যাদি মুছে যাবে তাই এগুলি প্রয়োজনীয় হলে ব্যাকআপ নিয়ে নিন। (উল্লেখ্যঃ সীমকার্ডে থাকা কোন নম্বর মুছে যাবে না)

এখন আসা যাক হার্ড রিসেটে। আপনি এটি বেশ কয়েকটি পদ্ধতিতে করতে পারেন-

১ম পদ্ধতিঃ

(ক) আপনার সেটে *#7370# ডায়াল করুন।
(খ) Yes এ ক্লিক করে আপনার ফোনের সিকিউরিটি কোডটি দিয়ে OK তে ক্লিক করুন (ডিফল্ট সিকিউরিটি কোড হিসেবে 1234 বা 12345 থাকে, কিন্তু কোড চেন্স করলে এটি খাটবে না। সিকিউরিটি কোড জানা না থকলে পরের পদ্ধতিগুলি অনুসরণ করুন)।
(গ) ফোনটি রিষ্টাট নিবে তাই কিছুক্ষণ অপেক্ষা করুন।
(ঘ) ব্যাস ! এখন আপনার ফোনটি বন্ধ হয়ে পূণরায় চালু হবে ততক্ষণে একটু অপেক্ষা করুন।

বিদ্রঃ এই পদ্ধতিটি সকল প্রকার সিমবিয়ান ফোনের জন্য প্রযোজ্য।

যদি আপনার সিকিউরিটি কোডটি জানা না থাকে বা সিকিউরিটি কোড ভুলে যান তাহলে নিচের পদ্ধতিগুলি অনুসরণ করতে পারেন।

২য় পদ্ধতিঃ যে সিমবিয়ান ফোনগুলির শুধুমাত্র কিপেড আছে (সাধারণত 2nd এবং 3rd ইডিশন ফোনগুলি) সেগুলির জন্য প্রযোজ্য।

(ক) প্রথমে আপনার ফোনটি বন্ধ করুন।
(খ) এরপর আপনার ফোনের * (ষ্টার) বাটন 3 বাটন এবং Green/Call বাটন একসাথে চেপে ধরুন।
(গ) বাটনগুলি ছেড়ে না দিয়েই আপনার ফোনের পাওয়ার অন করুন।
(ঘ) নোকিয়ার হ্যান্ডসেক এনিমেশন সো করা পর্যন্ত বাটন তিনটি ছেড়ে দেবেন না।
(ঙ) হ্যান্ডসেক এনিশেনটি সো করলে বাটনগুলি ছেড়ে দিন

৩য় পদ্ধতিঃ এটি শুধুমাত্র সিমবিয়ান টাচ ফোনগুলির (সাধারণত 5th এডিশনগুলি) জন্য প্রযোজ্য।

(ক) প্রথমে আপনার ফোনটি বন্ধ করুন।
(খ) এরপর আপনার ফোনের Red বাটন Green/Call বাটন এবং Camera বাটন একসাথে চেপে ধরুন।
(গ) বাটনগুলি ছেড়ে না দিয়েই আপনার ফোনের পাওয়ার অন করুন।
(ঘ) নোকিয়ার হ্যান্ডসেক এনিমেশন সো করা পর্যন্ত বাটন তিনটি ছেড়ে দেবেন না।
(ঙ) হ্যান্ডসেক এনিশেনটি সো করলে বাটনগুলি ছেড়ে দিন

 

৪র্থ পদ্ধতিঃ এটি সিমবিয়ান সাধারণত S^3, Anna ও Belle এডিশনগুলির জন্য প্রযোজ্য।

(ক) প্রথমে আপনার ফোনটি বন্ধ করুন।
(খ) এরপর আপনার ফোনের Menu বাটন, Camera বাটন এবং Volume Down বাটন একসাথে চেপে ধরুন।
(গ) বাটনগুলি ছেড়ে না দিয়েই আপনার ফোনের পাওয়ার অন করুন।
(ঘ) নোকিয়ার হ্যান্ডসেক এনিমেশন সো করা পর্যন্ত বাটন তিনটি ছেড়ে দেবেন না।
(ঙ) হ্যান্ডসেক এনিশেনটি সো করলে বাটনগুলি ছেড়ে দিন

৫ম পদ্ধতিঃ এটি শুধুমাত্র সিমবিয়ান টাচ ফোনগুলির যেগুলির স্লাইড কোয়ার্টি কিপেট আছে সেগুলির জন্য প্রযোজ্য। (উদাঃ N97, C6)

(ক) প্রথমে আপনার ফোনটি বন্ধ করুন।
(খ) এরপর আপনার ফোনের Space বাটন Delete কী (Left Arrow Logo) এবং Caps/Shift কী (Up Arrow Logo) একসাথে চেপে ধরুন।
(গ) বাটনগুলি ছেড়ে না দিয়েই আপনার ফোনের পাওয়ার অন করুন।
(ঘ) নোকিয়ার হ্যান্ডসেক এনিমেশন সো করা পর্যন্ত বাটন তিনটি ছেড়ে দেবেন না।
(ঙ) হ্যান্ডসেক এনিশেনটি সো করলে বাটনগুলি ছেড়ে দিন

 

ব্যাস ! আপনার ফোনের হার্ড রিসেট কমপ্লিট। আশা করি ফোনের সমস্যাগুলি চলে গেছে। আর এরপরেও যদি সমস্যা থেকেই যায় তাহলে আপনার ফোন ফ্লাস করে দেখতে পারেন।

Series Navigation<< সিমবিয়ান হ্যাকিং [পর্ব-৫] :: ফোন ফ্লাস দিতে গিয়ে JAF এ আপনার ফোনের মডেল খুজে পাচ্ছেন না?<< সিমবিয়ান হ্যাকিং [পর্ব-৪] :: অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি দরকারী প্যাচসিমবিয়ান হ্যাকিং [পর্ব-৭] :: Jaf এর সাহায্যে OFW দিয়ে নিজেই করুন ফোন ফ্লাস ! >>

৭ Comments

Leave a Reply to সাইফুল ইসলাম Cancel reply

Your email address will not be published. Required fields are marked *