সিমবিয়ান হ্যাকিং [পর্ব-৪] :: অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি দরকারী প্যাচ

This entry is part 4 of 8 in the series সিমবিয়ান হ্যাকিং

সিমবিয়ান হ্যাকিং এর উপর আমার আজকের এই টিউনটি শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য হবে যারা তাদের ফোনকে হ্যাক করেছেন। আপনার ফোনটি হ্যাক করা না থাকলে এই টিউনটির সাহায্য নিতে পারেন।

আপনারা নিশ্চই জেনে থাকবেন যে, ফোন হ্যাক হওয়ার পর Rompatcher+ নামক একটি এপ্লিকেশনও ফোনে ইন্সটল হয়। এবং স্বাভাবিকভাবেই Rompatcher+ নামক এই এপ্লিকেশনটিতে বিল্ট-ইন ভাবে দুইটি প্যাচও যথাক্রমে Install Server এবং Open4All ইন্সটল হয়। যার একটি অর্থাৎ Install Server নামক প্যাচটি আপনার ফোনে সকল প্রকার Unsigned এপ্লিকেশন ইন্সটল করতে সাহায্য করে। আর দ্বিতীয়টি অর্থাৎ Open4All প্যাচটি আপনার ফোনের C ড্রাইভ এর সকল প্রকার সিস্টেম ফোল্ডার ও ফাইল দেখাতে সাহায্য করে।

Install Server এবং Open4All প্যাচ দুইটি খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারী। তবে এরকম আরো অনেক প্যাচ আছে যারা সাহায্যে আপনি আপনার হ্যাক করা ফোনটিকে খুবই আপনার মত করে ব্যবহার করতে পারবেন। হ্যা, আজকে আমি আপনাদেরকে এরকমই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এবং দরকারী প্যাচের সাথে পরিচয় করিয়ে দিব। যেই প্যাচগুলি আপনার ফোনে ইন্সটল করলেই বুঝতে পারবেন হ্যাক করার মজাটা শুধু Unsigned এপ্লিকেশন ইন্সটল করার মধ্যেই সীমাবদ্ধ নেই।

অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি দরকারী প্যাচঃ

নিচের প্যাচগুলির প্রত্যেকটি আপনার কাজে নাও লাগতে পারে। চিন্তার কারণ নেই কারণ আপনি ইচ্ছামত এগুলিকে ON/OFF করতে পারবেন

  • 12 Months Call log : ১২ মাস পর্যন্ত কল হিষ্টরি রাখার জন্য
  • Active Bass Effects : ব্যাস ইফেক্ট চালু করার জন্য
  • Block GPRS & WLAN : ব্লুটুথ এবং Wifi কাজ করবে না
  • Disable Enh Note : “Enhancement connected” ম্যাসেজ বন্ধ করার জন্য
  • Disable Profile Switch Note : প্রফাইল চেন্স করার সময় যে নোটিফিকেশন দেয় সেটা অফ করার জন্য
  • Disable Red Recording LED : ভিডিও রেকডিং এর সময় লাল বাতি বন্ধ রাখার জন্য (সবার জন্য প্রযোজ্য নয়)
  • Disable USSD Fail Notes : ব্যালেন্স দেখার সময় এবং সকল প্রকার USSD নোটিফিকেশন অফ করার জন্য
  • LCD Light Always ON : ডিসপ্লের আলো কখনো নিভবে না
  • Lock Bluetooth : ব্লুটুথ কাজ করবে না
  • Lock Installation : কোন প্রকার সফটওয়্যার মোবাইলে ইন্সটল করতে দিবে না
  • Lock Settings : সেটিং অপশনে ঢুকতে দিবে না
  • Lock USB Data : USB দিয়ে কম্পিউটারের কানেকশন হবে না
  • Read C Root : ফোনের C ড্রাইভের যত ফোল্ডার আছে সবগুলিই দেখাবে
  • Record Tone Off : কল রেকডিং এর সময় বিপ বন্ধ করতে সাহায্য করবে। (এটি নিয়ে টিউন করেছিলাম)
  • Remove Charger Notes : চার্জার মোবাইলে লাগালে বা বের করলে যে নোট দেখায় সেটি বন্ধ করবে
  • Remove Show/Open Apps : Options থেকে “Show Open Apps” অপশনটি বন্ধ করবে
  • Restart Power Button : ফোনের পাওয়ার বাটনটি কিছুক্ষণ চেয়ে ধরলে সাধারণত ফোন বন্ধ হয়ে যায়। এই প্যাচটির সাহায্যে সেটি পরিবর্তন হয়ে ফোন রিষ্টাট হবে। তবে পাওয়ার বাটন শুধুমাত্র একবার চেপে অপশন থেকে Switch OFF করা যাবে
  • Short Multi Tap : এই প্যাচটির সাহায্য ম্যাসেজ খুব দ্রুত লিখতে পারবেন। অর্থাৎ একটি অক্ষর লেখার পর আরেকটি অক্ষর লিখতে যে সময়টুকু অপেক্ষা করতে হয় সেটি অর্ধেক কমিয়ে আনবে
  • Show hidden options : ফোনের কিছু লুকানো অপশন দেখা যাবে
  • Show typed password : এটির সাহায্যে পাসওয়ার্ড টাইপ করার সময় যা টাইপ করবেন তাই দেখাবে, “●●●●●●●” দেখাবে না

উপযোগীতাঃ

প্যাচগুলি বেশিরভাগই সকল প্রকার Symbian 3rd, 5th, S^3, Anna ও Nokia Belle তে সাপোর্ট করবে।

ডাউনলোডঃ

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

ব্যবহারীতাঃ

ব্যবহার খুবই সোজা। প্যাচগুলি ডাউনলোড করে আপনার মেমোরী কার্ডে Patches নামে একটি ফোল্ডারে রাখুন। এরপর আপনার Rompatcher+ এপ্লিকেশনটিতে গিয়ে দেখুন সব প্যাচ হাজির। এবার আপনার প্রয়োজন মত যেই প্যাচটির দরকার সেটি এপ্লাই করুন। এবং Options থেকে Auto করে দিন যাতে বারবার প্যাচটি এপ্লাই করতে না হয়। ব্যাস !

কোন প্রশ্ন থাকলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন।

ভাল থাকুন।

Series Navigation<< সিমবিয়ান হ্যাকিং [পর্ব-৩] :: ১০ মিনিটেই হ্যাক করুন যেকোন সিমবিয়ান ও,এস চালিত সেট ! (Red Cross সমস্যার সমাধান)সিমবিয়ান হ্যাকিং [পর্ব-৬] :: ফোনের জটিল কোন সমস্যায় প্রাথমিক চিকিৎসা হিসেবে ফোন রিষ্টোর করুন ! >>

১০ Comments

  1. ami nokia E72 set use kori,akhane j patch gulo disen tar sob gulo support kore na amar mobile a..bisesh kore “record tone off” ai ta amar khuboi dorkar,oenk call recorder softwr use kore dekhsi but sobgulo tei beep tone hoy..plz help koren amar nokia e72 er jonne

  2. vai amar mobile Nokia E5.ekhon amar mobile patch file gulo patches folder e copy korle RomPatcher e patch file dekhay kintu Install server & Open4all patche dui ta hariye jay.jar karone ami porobortite unsigned apps install korte parina.pls ey somporke ektu bolben.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *