- সিমবিয়ান হ্যাকিং [পর্ব-১] সাইন, সার্টিফিকেট, হ্যাক ইত্যাদির ঝামলা থেকে বাচার জন্য আপনার সিমবিয়ান ফোনে ইন্সটল করুন কাষ্টম ফার্মওয়্যার !
- সিমবিয়ান হ্যাকিং [পর্ব-২] ১০ মিনিটেই হ্যাক করুন যেকোন সিমবিয়ান ও,এস চালিত সেট !
- সিমবিয়ান হ্যাকিং [পর্ব-৩] :: ১০ মিনিটেই হ্যাক করুন যেকোন সিমবিয়ান ও,এস চালিত সেট ! (Red Cross সমস্যার সমাধান)
- সিমবিয়ান হ্যাকিং [পর্ব-৫] :: ফোন ফ্লাস দিতে গিয়ে JAF এ আপনার ফোনের মডেল খুজে পাচ্ছেন না?
- সিমবিয়ান হ্যাকিং [পর্ব-৪] :: অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি দরকারী প্যাচ
- সিমবিয়ান হ্যাকিং [পর্ব-৬] :: ফোনের জটিল কোন সমস্যায় প্রাথমিক চিকিৎসা হিসেবে ফোন রিষ্টোর করুন !
- সিমবিয়ান হ্যাকিং [পর্ব-৭] :: Jaf এর সাহায্যে OFW দিয়ে নিজেই করুন ফোন ফ্লাস !
- সিমবিয়ান হ্যাকিং [পর্ব-৮] :: Navifirm+ দিয়ে নোকিয়া’র কোন ফার্মওয়্যার ডাউনলোড করতে পারছেন না? সমাধান এখানে !
ফোন ফ্লাসের জন্য Jaf একটি জনপ্রিয় সফটওয়্যার। এটির সাহায্যে খুব সহজেই ফোন ফ্লাস দেয়া যায়।
দিন যত যাচ্ছে তত নোকিয়া আরো উন্নত লেটেস্ট লেটেস্ট মডেলের সেট বের করছে। দুঃখের বিষয়, নতুন নতুন মডেলগুলি Jaf এ পাওয়া যাচ্ছে না। তাই অনেকেই তাদের নতুন ফোনগুলিকে Jaf দিয়ে ফ্লাস করতে পারছেন না।
কিভাবে Jaf এ আপনার ফোনের মডেল যুক্ত করবেন?
১। প্রথমে এখানে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নিন।
২। ডাউনলোডকৃত জিপ ফোল্ডারটি রাইট বাট ক্লিক করে Extract করুন।
৩। jaf_nok4models.ini ফাইলটিতে ডাবলক্লিক করে ওপেন করুন অথবা রাইট বাটন ক্লিক করে Open With > Notepad এ ক্লিক করুন।
৪। এরপর ফাইলটির সবচেয়ে নিচে ” [RM-আপনার ফোনের RM] ” এবং তারনিচে ” Description=আপনার ফোনের মডেল নাম ” লিখুন। উদাহরণ হিসেবে আপনার ফোন যদি Nokia C5-03 হয় তাহলে
[RM-697]
Description=Nokia C5-03
এভাবে লিখতে হবে।
৫। মডেল লেখা হয়ে গেলে ফাইলটি Ctrl+S দিয়ে Save করে নিন।
৬। এরপর ফাইলটিকে কপি করে C:\Program Files\ODEON\JAF এ গিয়ে পেষ্ট করুন।
৭। এখন Jaf ওপেন করে দেখুন আপনার মডেল হাজির। এবার ইচ্ছামত ফোন ফ্লাস করুন 😉
ভাল থাকবেন
হ্যাপি ফ্লাসিং !
তুমি এতদিন কই ছিলে গুরু। এটাই তো আমার দরকার।
😉
china mobile e kibabe dibo jemon samsung
জানা নেই। মেকারের কাছে নিয়ে যান।