সিমবিয়ান হ্যাকিং [পর্ব-৫] :: ফোন ফ্লাস দিতে গিয়ে JAF এ আপনার ফোনের মডেল খুজে পাচ্ছেন না?

This entry is part 4 of 8 in the series সিমবিয়ান হ্যাকিং

ফোন ফ্লাসের জন্য Jaf একটি জনপ্রিয় সফটওয়্যার। এটির সাহায্যে খুব সহজেই ফোন ফ্লাস দেয়া যায়।

দিন যত যাচ্ছে তত নোকিয়া আরো উন্নত লেটেস্ট লেটেস্ট মডেলের সেট বের করছে। দুঃখের বিষয়, নতুন নতুন মডেলগুলি Jaf এ পাওয়া যাচ্ছে না। তাই অনেকেই তাদের নতুন ফোনগুলিকে Jaf দিয়ে ফ্লাস করতে পারছেন না।

কিভাবে Jaf এ আপনার ফোনের মডেল যুক্ত করবেন?

১। প্রথমে এখানে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নিন।

২। ডাউনলোডকৃত জিপ ফোল্ডারটি রাইট বাট ক্লিক করে Extract করুন।

৩। jaf_nok4models.ini ফাইলটিতে ডাবলক্লিক করে ওপেন করুন অথবা রাইট বাটন ক্লিক করে Open With > Notepad এ ক্লিক করুন।

৪। এরপর ফাইলটির সবচেয়ে নিচে ” [RM-আপনার ফোনের RM] ” এবং তারনিচে ” Description=আপনার ফোনের মডেল নাম ” লিখুন। উদাহরণ হিসেবে আপনার ফোন যদি Nokia C5-03 হয় তাহলে

[RM-697]
Description=Nokia C5-03

এভাবে লিখতে হবে।

৫। মডেল লেখা হয়ে গেলে ফাইলটি Ctrl+S দিয়ে Save করে নিন।

৬। এরপর ফাইলটিকে কপি করে C:\Program Files\ODEON\JAF এ গিয়ে পেষ্ট করুন।

৭। এখন Jaf ওপেন করে দেখুন আপনার মডেল হাজির। এবার ইচ্ছামত ফোন ফ্লাস করুন 😉

ভাল থাকবেন
হ্যাপি ফ্লাসিং !

Series Navigation<< সিমবিয়ান হ্যাকিং [পর্ব-৩] :: ১০ মিনিটেই হ্যাক করুন যেকোন সিমবিয়ান ও,এস চালিত সেট ! (Red Cross সমস্যার সমাধান)সিমবিয়ান হ্যাকিং [পর্ব-৬] :: ফোনের জটিল কোন সমস্যায় প্রাথমিক চিকিৎসা হিসেবে ফোন রিষ্টোর করুন ! >>

৪ Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *