সাইটে ইমেজ আপলোড করাতে তাড়াতাড়ি হোস্টিং স্পেস কমে যাচ্ছে? সময়ের আগেই সাইটের ব্যান্ডউইথ শেষ হয়ে যাচ্ছে? সমাধান নিন !

আমরা প্রতিনিয়ত আমাদের সাইটে ইমেজ আপলোড করে থাকি। বিশেষ করে যারা ওয়ার্ডপ্রেস এ ব্লগিং করে তাদেরতো সবসময়ই ইমেজ আপলোড করতে হয়। ফলে আমরা যারা ৫০০ মেগা, ১জিবি, ২জিবি যতটুকুই হোস্টিং স্পেস নেই না কেনো সেটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ফলে আবার হোস্টিংস্পেস বাড়িতে নিতে হয় যা বেশ ব্যায়সাপেক্ষ। তাছাড়া সাইটের স্পেস বেশি হয়ে গেলে ভবিষ্যতে সাইট  মুভ করাতে ঝামেলা পোহাতে হতে পারে। তাই সময় থাকতে সাবধান হউন।

ইন্টারনেটে এরকম বহু ওয়েবসাইট আছে যারা ফ্রিতে ইমেজ হোস্ট করে থাকে। অর্থাৎ তাদের সাইটে আপনি যেকোন ইমেজ আপলোড করলে সেটি যেকোন জায়গায়, যেকোন সাইটে ব্যবহার করতে পারবেন। এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত ইমেজ হোস্টিং সাইটগুলির মধ্যে আমার সবচেয়ে পছন্দের সাইটটি হল ইমেজসেক। এরা ফ্রিতে ইমেজ হোস্টিং করে থাকে। আর সবচেয়ে মজার ব্যপার হল এটিতে ইমেজ আপলোড করলে আপনার ইমেজের কোয়ালিটির কোন ক্ষতি হবে না। ফলে আপনার হোস্টিং স্পেসও বাচল সাথে ব্যান্ডউইথও !

ইমেজসেকে আপনি বিভিন্নভাবে ইমেজ আপলোড করতে পারবেন

. সরাসরি এদের সাইটের হোমপেইজ থেকে
. এদের তৈরী নিজস্ব ইমেজ আপলোডার দিয়ে
. এদের তৈরী টুলবার দিয়ে
. বিভিন্ন থার্ড পার্টি টুলস এর সাহায্যে

এদের মধ্যে আমার ২নম্বর পদ্ধতিটিই ভাল লাগে। তবে আমি সবগুলি পদ্ধতিই আপনাদেরকে দেখাব।

তবে শুরু করার আগে আপনাকে প্রথমে দু’টি কাজ করতে হবে
  • ইমেজসেকে আপনাকে একটি একাউন্ট তৈরী করতে হবে।
  • আপনার সাইটটিকে ইমেজসেকে রেজিষ্ট্রেশন করাতে হবে।

ইমেজসেকে একাউন্ট রেজিষ্ট্রেশন

ইমেজসেকে একাউন্ট রেজিষ্ট্রেশন জরুরী কিছু নয়। একাউন্ট না খুলেও আপনি ইমেজ আপলোড করতে পারবেন। তবে আনরেজিষ্টার্ট ইউজারদের ইমেজ বছরে একবার ভিউ হতে হবে। তবে রেজিস্টার্ট ইউজারদের ইমেজে এরকম কোন সীমাবদ্ধতা নেই। রেজিষ্টার্ট ইউজার হলে আপনার আপলোডকৃত ইমেজ ফাইলগুলি আজীবন থাকবে যদিনা আপনি নিজেই সেগুলিকে রিমুভ করেন।

ইমেজসেকে রেজিষ্ট্রেশন করতে

() প্রথমে এখানে ক্লিক করুন
() রেজিষ্ট্রেশন ফরমটি পূরণ করে Sign Up করুন।
() রেজিষ্ট্রেশন শেষে আপনার একাউন্টে লগ-ইন করুন।

ইমেজসেকে ডোমেইন রেজিষ্ট্রেশন

আপনার ডোমেইনে ইমেজসেকে আপলোড করা ইমেজ ব্যবহার করতে হলে অবশ্যই আপনার সাইট রেজিষ্ট্রেশন করতে হবে। কারণ আনরেজিস্টার্ড ডোমেইনে তাদের ইমেজ ব্যবহার করতে পারবেন না। ব্যবহার করতে চাইলেই আপনার সাইটের ইমেজগুলিকে তারা নিচের ইমেজটিতে পরিবর্তিত করে দিবে।

আপনারা অনেকেই এই ইমেজটির সাথে পরিচিত থাকতে পারেন। এই সমস্যা থেকে বাচার জন্যই মূলত এই রেজিষ্ট্রেশনটি করতে হয়। রেজিষ্ট্রেশন করা খুবই সহজ।

রেজিষ্ট্রেশন করতে

(ক) প্রথমে এখানে ক্লিক করুন

(খ) রেজিষ্ট্রেশন ফরমটিতে “Your Name” এর জায়গায় আপনার নাম (১) এবং “Email Address” এর জায়গায় আপনার ইমেইল এড্রেসটি দিন (২)। এবং নিচের বক্সটিতে আপনার ডোমেইনের এড্রেসটি দিন (৩)। ডোমেইন নেমের আগে অবশ্যই http:// যুক্ত করতে হবে। একাধিক ডোমেইনের ক্ষেত্রে আলাদা আলাদা লাইনে বিভক্ত করুন। এবং নিচে একটু ফাকা করে আপনার সাইটের ছোট্ট একটি বিবরণ দিন।

(গ) সবশেষে Submit এ ক্লিক করুন। (৪)

বিঃদ্রঃ রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সর্বনিম্ন ১২ঘণ্টা এবং সর্ব্বোচ্চ ৭২ ঘণ্টা সময় নিতে পারে। রেজিষ্ট্রেশন সম্পন্ন না হওয়া পর্যন্ত ইমেজসেকের কোন ইমেজ আপনার সাইটে আপলোড করলে ব্যাঙ এর ছবিটি দেখাবে।

এবার আসুন দেখা যাক কিভাবে ইমেজসেকে ইমেজ আপলোড করবেন

. সরাসরি এদের সাইটের হোমপেইজ থেকেঃ

হোমপেইজ থেকে ইমেজ আপলোড করা খুবই সোজা !

হোমপেইজ থেকে ইমেজ আপলোড করতে

(ক) প্রথমে ইমেজসেক এর হোমপেইজে যান
(খ) Browse এ ক্লিক করে যে ইমজেগুলি আপলোড করতে চান সেগুলিকে সিলেক্ট করে Open করুন (১)
(গ) Image Resize অপশন থেকে “Do not resize” নির্বাচন করুন (২) এবং Upload Now এ ক্লিক করুন (৩)

(ঘ) আপলোড শেষে আপনাকে ইমেজটির Direct Link দেয়া হবে সেটি সিলেক্ট করে কপি করুন
(ঙ) ব্যাস ! এবার ওই লিংকটি (URL) দিয়ে আপনার পোষ্টে ইমেজ যুক্ত করুন। ওয়ার্ডপ্রেসে URL দিয়ে কিভাবে ইমেজ আপলোড করতে জানা না থাকলে এখানে ক্লিক করুন।

. ইমেজসেক আপলোডার দিয়ে

ইমেজসেক আপলোডার খুবই সুন্দর একটি ইমেজ আপলোডিং টুল। এই টুলটি ইমেজেসেকের নিজস্ব তৈরীকৃত। আমি ব্যাক্তিগতভাবে ইমেজ আপলোডের ক্ষেত্রে এই টুলটিই ব্যবহার করি।

ইমেজসেক আপলোডার দিয়ে ইমেজ আপলোড করতে

(ক) প্রথমে এখানে ক্লিক করে “ইমেজসেক আপলোডার” টুলটি ডাউনলোড করে নিন। এবং ডাউনলোড শেষে আপনার কম্পিউটারে ইনস্টল করুন।
(খ) টুলটি ওপেন করুন এবং আপনার UsernamePassword দিয়ে লগ-ইন করুন। (১)
(গ) যে ইমেজগুলি আপলোড করতে চান সেগুলি ড্রাগ করে টুলটিতে ড্রপ করুন অথবা Add এ ক্লিক করে ম্যানুয়ালী ইমেজগুলি এ্যাড করুন। (২)
(ঘ) সবশেষে আপলোড এ ক্লিক করুন। (৩)

(ঙ) ইমেজগুলি আপলোড শেষে Uploaded files নামক একটি উইনডো আসবে। এখানে Direct link টি কপি করে নিন (১)। এবং লিংকটি দিয়ে আপনার সাইটে ইমেজ যুক্ত করুন। ওয়ার্ডপ্রেসে URL দিয়ে ইমেজ যুক্ত করার পদ্ধতি জানা না থাকলে এখানে ক্লিক করে জেনে নিতে পারেন।

বিঃদ্রঃ একাধিক ফাইল আপলোড করলে Files X of X থেকে অন্য ইমেজগুলির লিংক পাবেন। (২)

. ইমেজসেক টুলবারের সাহায্যে ইমেজ আপলোড

ব্রাউজার থেকেই দ্রুত ইমেজ আপলোড করার জন্য ইমেজসেকের রয়েছে নিজস্ব টুলবার। বর্তমানে এটি শুধুমাত্র ইন্টারনেট এক্সপ্লোরার 6 ও 7 এবং ফায়ারফক্সের 2.0 ও 3.x জন্য পাওয়া যাচ্ছে।

ডাউনলোড করতে পারেন এখানে ক্লিক করে।

. বিভিন্ন থার্ড পার্টি টুল ব্যবহার করে ইমেজ আপলোডিং-

ইমেজসেকে ইমেজ আপলোড করার জন্য অনেক সুন্দর সুন্দর থার্ডপার্টি সফটওয়্যার আছে। এই থার্ড পার্টি টুলগুলি দেখতে পারেন এখানে ক্লিক করে।

ওয়ার্ডপ্রেসে URL দিয়ে ইমেজ আপলোডিং পদ্ধতি-

যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন তারা বেশিরভাগই এই অপশন সমন্ধে অবগত। তবে নতুনরা নাও জানতে পারে তাই মূলত বিষয়টি লিখছি।

ইমেজের লিংক (URL) দিয়ে পোষ্টে খুব সহজেই ইমেজ যুক্ত করা যায়।

এরজন্য-

(ক) প্রথমে পোষ্টের এডিটর থেকে Upload/Insert   (Add Media) তে করুন।
(খ) From Computer এর পাশে From URL অপশনটি নির্বাচন করুন
(গ) URL এর জায়গায় ইমেজটির ডাইরেক্ট লিংকটি পেষ্ট করুন।
(ঘ) Title এ ইমেজটির নাম দিন
(ঙ) সবশেষে ইমেজটি পোষ্টে যোগ করতে Insert into Post এ ক্লিক করুন।

(চ) ব্যাস ! আপনার দেয়া লিংকটির ইমেজটি পোষ্টে হাজির ! 😉

ইমেজেসেকে ইমেজ আপলোডের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতাঃ

১। আপনি সর্ব্বোচ্চ 5MB সাইজ এর ইমেজ আপলোড করতে পারবেন

২। প্রতি মাসে ৫০০ টি ইমেজ এর বেশি ইমেজ আপলোড করতে পারবেন না। (তবে ৫০০ই অনেক)

৩। ইমেজসেকে রেজিষ্ট্রেশন করা নেই এমন কোন সাইটে আপনি আপলোডকৃত ইমেজগুলি ব্যবহার করতে পারবেন না।

__________________________________________________

ডিক্স স্পেস বাচান, ব্যান্ডউইথের অপচয় রোধ করুন
ভাল থাকুন, সুস্থ থাকুন।

উৎসর্গঃ তারছিড়া তামিম (বাংলার মানুষ)

৯ Comments

  1. ফেইসবুকে আপ্লোড করেও করা যায়!! সিস্টেম জানো?? নাকি শিখামু :p :p
    হিহিহি।।!! ভাল হইসে!! আমি আগে করতাম!! এখন ফেইসবুকে করি!! 🙂
    আর আচ্ছা তুমি কি সাবডোমেইনে নিয়ে আসছো সাইট??
    ।।
    আমার ব্লগে ঘুড়তে যাইও!! :p http://www.onnodristy.com :p

    1. ফেইসবুককে এই কাজে ব্যবহার ঠিক না। যেটার যেই কাজ সেটা সেটি দিয়েই করা ভাল।
      আর ফেইসবুকের থেকে ImageShack আপলোডার দিয়ে তাড়াতাড়ি ছবি আপলোড করা যায়।

      হুম সাইট সাব-ডোমেইনে নিয়ে আসছি।
      ঘুরে আসলাম আপনার সাইট। তবে আপনার হোমপেইজ কেমন জানি এলোমেলো লাগতেছে 🙁

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *