১ ক্লিকেই আপনার ডেক্সটপের কনটেক্স মেন্যু থেকে Intel এর Graphics Options এবং Properties মুছে দিন !

ডেক্সটপে রাইট বাটন ক্লিক করে Refresh করেনি এমন কম্পিউটার চালক পাওয়া অসম্ভব ! বেশিরভাগ কম্পিউটার ব্যবহারকারীই তাদের কম্পিউটার চালু করে প্রথমে ডেক্সটপে রাইট বাটন ক্লিক করে Refresh করেন। এটি প্রত্যেক কম্পিউটার ব্যবহারকারীদের একটি সহজাত প্রবৃত্তি।

বেশিরভাগ কম্পিউটারের মদারবোর্ড ই Intel এর তৈরী তাই স্বাভাবিকভাবেই মদারবোর্ডের সফট্ওয়্যার ইনস্টল করলে ডেক্সটপের ওই কনটেক্স মেন্যুতে দুইট অপশন যথাঃ Graphics Properties এবং Graphics Options যুক্ত হয়। এবং তাতে মেন্যুটি বেশ বড় হয়ে যাওয়ায় দেখতে খারাপ লাগে তাছাড়া ওই অপশনদুটির দরকারও পড়ে না।

কনটেক্স মেন্যু থেকে Intel এর Graphics Options এবং Properties মুছে দিবেন যেভাবেঃ

১। প্রথমে এখানে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নিন

২। ডাউনলোড শেষে ফাইলটিতে ডাবল ক্লিক করুন এবং Yes করে OK করুন (Windows 7 এ Security Warning আসলে Run এ ক্লিক করুন।

৩। ব্যাস ! এবার ডেক্সটপে রাইট বাটন ক্লিক করলে আর ওই দুটি অপশন পাবেন না 🙂

ধন্যবাদ
ভাল থাকুন

৩ Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *