টেকটিউনস জরিপ [অক্টোবর-২০১১] :: আগে স্বল্পমূল্যে ইন্টারনেট প্রয়োজন

techtunes-poll-logo.pngঅক্টোবর মাসের জরিপ

জরিপের বিষয়টি ছিলঃ থ্রিজি (3G) নাকি স্বল্পমূল্যে ইন্টারনেট? কোনটা আগে প্রয়োজন বলে আপনি মনে করেন?

  • জরিপটি বিগত ১লা অক্টোবর থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত স্থায়ী ছিল।

জরিপের ফলাফলঃ

  • জরিপটিতে মোট ১০৩৫ জন ভোটার অংশগ্রহণ করেন।

আগে স্বল্পমূল্যে ইন্টারনেট প্রয়োজন

উপরের ফলাফল অনুযায়ী “আগে থ্রিজি’র প্রয়োজন” পেয়েছে সর্বমোট ১৬৯টি ভোট। এবং সর্বাধিক ভোটে অর্থাৎ ৮৬৬ জনের বিপুল পরিমান ভোটে জয়ী হয়েছে “আগে স্বল্পমূল্যে ইন্টারনেট প্রয়োজন”

মন্তব্য

আমি কিন্তু আগে থ্রিজিও চাই আবার স্বল্পমূল্যের দ্রুতগতির ইন্টারনেটও চাই। কারণ থ্রিজি না আসলে সব জায়গায় দ্রুতগতির ইন্টারনেট আসবে না আবার এই দ্রুতগতির ইন্টারনেট যেন স্বল্পমূল্যেই পাওয়া যায় সেটিও দেখার বিষয়। তবে স্পীড একটু কম হলেও আগে কিন্তু স্বল্পমূল্যে ইন্টারনেটরই প্রয়োজন বেশি। যদিও এখন আগের থেকে ইন্টারনেটের দাম অনেক কমেছে কিন্তু সেটি শুধুমাত্র কিছু কিছু শহরের মধ্যে সীমাবদ্ধ। উদাহরণসরূপ বাংলালায়ন, কিউবি অল্পদামে ভাল স্পীডের ইন্টারনেট লাইন দিলেও এগুলির নেটওয়ার্ক সব জায়গায় নেই শুধুমাত্র কিছু বিভাগীয় শহর ছাড়া। বিটিসিএল ব্রডব্যান্ড ইন্টারনেটেরও একই অবস্থা।

২৬ শে মার্চ থ্রিজি নেটওয়ার্ক দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এখন দেখার বিষয় থ্রিজি আসার পর ইন্টারনেটের দাম কেমন হয়।

টেকটিউনস জরিপ [ নভেম্বর-২০১১ ] -এ অংশগ্রহণ করুন

এই মাসের জন্য নতুন জরিপ দেয়া হয়েছে। জরিপে অংশগ্রহণ করুন।

সাইফুল ইসলাম
এঞ্জেল মডারেটর
টেকটিউনস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *