ফেইসবুক চ্যাটে ব্যবহার করুন সামুর ইমোটিকন !

এতদিনে হয়ত ফেইসবুকের নতুন সুবিধাটি সমন্ধে কারও অজানা নেই। টাইমলাইনের পর ফেইসবুকের এই সুবিধাটিও আমার দারুন পছন্দ হয়েছে। আর সেই পছন্দের হাত ধরেই আমার এই ছোট্ট শখ।

সামহোয়্যার ইন ব্লগ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পাবলিক ব্লগ। আর সবচেয়ে জনপ্রিয় জিনিসতো আমার/আমাদের পছন্দের তালিকায় থাকাটাই স্বাভাবিক। সামহোয়্যার ইন ব্লগের এখনকার পোষ্টগুলি আমার তত বেশি ভাল লাগে না। তবে অনেক আগেথেকেই তাদের ইমোটিকনগুলি আমার খুবই প্রিয়। প্রিয় হওয়ার অন্যতম কারণটি হল তাদের ইমোটিকনগুলি দিয়ে একদম পরিপূর্ণভাবে মনের ভাবটি না লিখেই প্রকাশ করা যায়। আর সেজন্যই মূলত আমার উদ্দ্যেগ। তবে বলে রাখা ভাল যে, এটি শুধুমাত্র আমার শখ ছাড়া আর কিছু নয়।

শখটা যখন পূরণ হয়েই গেল তাই ভাবলাম একাই একাই ব্যবহার করে মজা পাওয়া যাবে না। সেজন্যই এই পোষ্টটি লিখলাম। তাহলে আর দেরি কিসের? আসুন জেনে নেই কোডগুলি। আর ইচ্ছামত চ্যাটের মাঝে ইমোটিকনগুলি ব্যবহার করে বন্ধুদের চমকিয়ে দেই।

ইমোটিকনগুলির ব্যবহার ও কোডগুলি পেতে এখানে ক্লিক করুন

 

 

বিদ্রঃ এই পোষ্টটি কিংবা ইমোটিকনগুলির কোডগুলি যেকেউ যেকোনখানে সেয়ার করতে পারেন।

১৪ Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *