বেশ কিছুদিন আগেই ফেইসবুক যুক্ত করেছে একটি নতুন সুবিধা। যেটির সাহায্যে যেকোন প্রফাইল বা পেইজের ইউজারনেমকে চ্যাটে ইমেটিকন হিসেবে ব্যবহার করা যায়। সামুর ইমোটিকনগুলি আমার খুবই ফেভারিট। তাই বুদ্ধিটা মাথায় হুট করেই চলে এল। তারই ফল হিসেবে নিচের পেইজগুলি তৈরী করলাম। কিন্তু এই মূহুর্তে পেইজগুলিতে কোন ইউজারনেম নেওয়া যাচ্ছে না। কারণ ২৫ লাইক না হলে ফেইসবুক ইউজারনেম দেয় না। আপনিও যদি আমার মত একজন সামুর ইমোটিকন পাগল হন তাহলে নিচের পেইজগুলি লাইক করতে পারেন। প্রতিটি পেইজের ২৫ লাইক শেষ হইলে ইউজারনেম নেয়া হবে। ইউজারনেম নেওয়া হলে নতুন পোষ্টের মাধ্যমে জানিয়ে দিতে হবে। শুরু করা যাক তাহলে……..
ইমোটিকনগুলি পেতে এবং ব্যবহার জানতে এখানে ক্লিক করুন
আম্মা 😛
আমার ফেভারিট 😛
ভাইয়া সহজ ইউজারনেম দিতে হবে ১ কিংবা ২ অক্ষরের , নইলে চ্যাত করতে বিরক্ত লাগবে, যাই হোক আপনার উদ্যোগ কে সাধুবাদ 😀
ফেইসবুকে ৫ অক্ষরের কম ইউজারনেম দেওয়া যায়না। আর ৫ অক্ষরের ইউজারনেমগুলিও বেশিরভাগ এভিলেবল নয়। তাই একটু বড় হবেই। তবে নামগুলো খুব দারুন হবে। তাই সহজে মনে রাখতে পারবেন। 🙂
ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
ধরা খাইছে 😀
হা হা 😆
লাইকাইলাম… আমারও বেশ ভালো লাগে…
থ্যাংকু 🙂
[[khayalamu]]
আম্মা !
বুঝছি কি করবা, তোমার দরকার ফান পেইজের আইডিটা তাইতো এমন [[markbiplob]]
হুম 🙂
হুম মজা পেলাম… লাইক দিলাম!!!
থ্যাংকু 😀