নোকিয়ার Qt নিয়ে আমার পূর্ববর্তী টিউনটায় অনেকেরই অভিযোগ ছিল তারা আমার দেয়া Qt ইনস্টলের পরেও তাদের মোবাইলে Talking Tom Cat নামক একটি মজার এপ্লিকেশন ইনস্টল করতে পারেননি। অবশ্য বাংলায় আমরা এই এপ্লিকেশনটির একটি মজার নাম দিয়েছি। এই এপ্লিকেশনটিকে আমরা সবাই “বাচাল বিলাই” বলতেই বেশি পছন্দ করি।
Talking Tom Cat এপ্লিকেশনটি আসলেই একটি দারুন ও মজার এপ্লিকেশন। মন খারাপ থাকলে অথবা সময় কাটানোর জন্য এটি প্রচুর বিনেদন দিতে পারে। আর বিশেষ করে যদি আপনার বাসায় কোন ছোট বাচ্চা থাকে তাহলেতো কোন কথাই নেই। একবার যদি ওই বাচ্চা এই এপ্লিকেশন দেখে তাহলে সারাদিন তার হাত থেকে মোবাইল সরিয়ে রাখা বিরাট মুশকিল !
উপযোগীঃ
এই টিউনে আমি বাচাল বিলাইয়ের যে ফাইলটি দিব সেটি মোবাইল ও কম্পিউটার দুটোতেই চলবে। এটি একটি .swf ফরমেটের ফাইল। মোবাইল অবশ্যই টাচ হতে হবে।
মোবাইলঃ
এই বাচাল বিলাই এপ্লিকেশনটি শুধুমাত্র নোকিয়ার টাচ মোবাইলেই নয় যেকোন টাচ মোবাইলেই চলবে। হোক সেটা আইফোন কিংবা এন্ড্রয়েট।
কম্পিউটারঃ
কম্পিউটারে বাচাল বিলাই প্লে করার জন্য ডাউনলোড করে শুধুমাত্র ডাবলক্লিক করলেই চলবে। তারপর মাউস দিয়ে ইচ্ছামত বাচাল বিড়াইকে নাচান।
বিঃদ্রঃ যদি কম্পিউটারে প্লে না নেয় তাহলে এখানে ক্লিক করে Adobe Flash Player ডাউনলোড করে নিন।
ডাউনলোডঃ
বাচাল বিলাই ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
মোবাইল সংক্রান্ত যেকোন সমস্যায় সরাসরি সমাধান পেতে ফেইসবুকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করতে নিচের Subscribe বাটনটিতে ক্লিক করুন।
কোন সমস্যা হলে মন্তব্যে জানান
ভাল থাকুন।
সুন্দর,,,,,,,,,,,,,,,,,,,,,,
টেকটিউন এর মদারেটর দের পরিচয় জানতে খুব আগ্রহি ছিলাম,,,,,,,,,,,,,,,,,,
জদি জানাতেন খুব উপকিত হতাম,,,,,,,,,,,,,,,,,
ইচ্ছা থাকলে http://www.facebook.com/mh.sojib
সমস্যা নেই আপনার ফ্রেন্ড লিস্টে আমি আছি………………….
টেকটিউনস ডেস্ক এ আপনার উত্তর দেয়া হয়েছে।
সাইফুল ভাই কথা বললে রিপ্লাই মানে ঐ কথাটাতো বলে না
এইটাতে কথা বলে না। 🙁
নাই মামার থেকে কানা মামাই ভাল 😛
দয়া করে কথা বলে এমন কিছু দেন। আমার সেট নোকিয়া এন ৮২।
প্লিজ ভাই
না ভাই। আপনার এন ৮২ তে কাজ করবে না। এটি শুধুমাত্র টাচ মোবাইলগুলির জন্য
do the mobile version works in Symphony FT40 mobile phone.? plz give suggestion for better solution. i want to use it in my FT40 set.. plz help.
আপনারটায় কাজ করবে না ভাই।
pc te start hoi na… flash player is installed…..
Open With > Firefox দিয়ে ট্রাই করতে পারেন।
vai etar bepare apnake tt te comments korsilam but apni kono respons korlen na tai ekhaneo likhlam
ami htc touch2 t3333 ata bebohar kori r ata windows pocket pc kintu etate to apnar ei soft ta cholse na ki korbo janaben?plz……….
আপনার ফোনে Adobe Flash Player বা অন্য কোন Flash Player ইনস্টল করুন।
ata Aamar E63 te Kaj kore. Ami c5 dia http://www.mobile9.com theke download kore bluetooth dia nici. Kew tar nijer mobile dia try kor te pare;; size 5mb
vai file deleted hoia gese..plz update again..
লিংক আপডেট করে দেয়া হয়েছে ! ধন্যবাদ।