আমরা যারা মিডল ইস্টে বসবাস করি তাদের প্রধান সমস্যা হল নিজের ভাষা ফটোশপে লিখতে না পারা। তাই বাংলার বেলাও এই সমস্যাটি ব্যাতিক্রম কিছু নয়। এর সমাধান হিসেবে আমরা সাধারণত Adobe Photoshop Middle Eastern ভার্সন ব্যবহার করে থাকি। কিন্তু এর জায়গাটা একটু বিশাল হওয়ায় আলাদাভাবে এটিকে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকেই ডাউনলোড করতে পারেন না। আজকের এই টিউনে আমি আপনাদেরকে ছোট্ট একটি ট্রিক দিব যার সাহায্যে আপনি ফটোশপের যেকোন ভার্সনে অভ্র/বিজয় দিয়ে ইউনিকোডে বাংলা লিখতে পারবেন।
ধাপসমূহঃ
১. প্রথমে এখানে ক্লিক করে .PSD ফাইলটা ডাউলোড করে নিন।
২. ডাউনলোড শেষে ফটোশপে ফাইলটিকে খুলুন।
৩. ফাইলটির বাংলা লেখাগুলিকে কপি করে নতুন একটি ফাইলে নিয়ে যান।
৪. এবার আপনার ইচ্ছামত লেখাগুলিকে এডিট করুন।
৫. ব্যাস এখন আপনার যতখুশি ফটোশপে বাংলা লিখুন।
একটি টিপঃ
বিজয় ২০০৯ থেকে ২০১২ এর সকল ভার্সনগুলি দিয়েই ইউনিকোডে বাংলা লেখা যায়। বিজয় দিয়ে ইউনিকোডে বাংলা লিখতে কিবোর্ড থেকে Alt + Ctrl + V প্রেস করুন। ব্যাস এখন আপনি ইউনিকোডে বাংলা লিখতে পারবেন।
কোন প্রশ্ন বা সমস্যা হলে অবশ্যই মন্তব্যে জানাবেন।
ভাল থাকুন।
apnar paj ta pora ame vison khuse holam.. kentu ame face booka bangla ke vabe lekhta pare , aktu janano jaba ke? (hasib7021@yahoo.com) ame khulna castle salamer bisuness center ar it officer………….please help me…
আপনি যদি বিজয় ২০০৯, ২০১০, ২০১১ কিংবা ২০১২ ব্যবহার করেন তাহলে ফেইসবুকে বাংলা লেখার সময় Alt Ctrl V দিলেই বাংলা লিখতে পারবেন। যদি বিজয়ের এসব ভার্সন আপনার সংগ্রহে না থাকে তাহলে বাজার থেকে সিডি কিনে নিন।
আর যদি এর কোনটিই ব্যবহার না করেন তাহলে আপনি অভ্র ব্যবহার করতে পারেন। ডাউনলোড করা যাবে http://www.omicronlab.com থেকে।
vai many many thanks…
Welcome Vai 🙂
আপনার ধাপ সব গুলুই ত বক্স , কি কইলেন জান্মু কিভাবে? স্কিনশট http://easycaptures.com/fs/uploaded/623/7552585466.jpg
আপনি http://bn.saifulislam.info/1179 এই টিউনটি দেখে আপনার গুগল ক্রোমের বাংলা ঠিক করে নিন।