জেনে নিন আপনার নোকিয়ার সেটটি সিমবিয়ান অপারেটিং সিস্টেম এর কোন এডিশন এ চালিত

আমি এর আগে নোকিয়ার সিমবিয়ান অপারেটিং সিস্টেম এর এ্যাপ্লিকেশন নিয়ে অনেক টিউন করেছি। অনেকেরই মাঝে কনফিউশন কাজ করে যে, S60 2nd, 3rd, 5th বা S^3 এইগুলা আবার কি? আর আমার সেটটিই বা এইগুলির কোনটায় পড়ে? যদিও এই টিউনটি আমার অনেক আগেই করা উচিত ছিল। কিন্তু সময়ের অভাবে বা অন্য কোন কারণে করা হয়ে উঠেনি। তাই আজকে এই সামান্য বিষয়টি নিয়ে আমার এই টিউনটি। আসুন তাহলে জেনে নিন আপনার সেটটি নিচের কোন এডিশন এর কোন ভার্সনে চালিত-

বিশেষ দ্রষ্টব্যঃ উপরের টেবিলটিতে আপনার ফোনের মডেল নম্বর না পেলে এখান থেকে দেখে নিতে পারেন

এছাড়াও এইসব অপারেটিং সিস্টেম সমন্ধে বিস্তারিত জানতে আপনারা “উন্মক্ত বিশ্বকোষ অর্থাৎ উইকিপিয়া” থেকে ঘুরে আসতে পারেন।

আশা করি এখন আমি কোন এপ্লিকেশন এর রিভিউ নিয়ে টিউন করলে আপনাদের ভার্সন জনিত কোন কনফিউশন থাকবে না।

সূত্রঃ উইকিপিয়া

———————————————-

আমার আগের করা টিউনগুলি দেখতে চাইলে উপরে “আমার টিউনার পাতা” অথবা এখানে ক্লিক করতে পারেন।

আর আমার নতুন নতুন সব লেখা গুলি মিস না করতে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। এর জন্য উপরে “আমার টিউন আর.এস.এস -এ ক্লিক করুন। আমার টিউন পৌছে যাবে আপনার ই-মেইল-এ।

————–

S60 edition S60
version number
Symbian OS
version number
Devices[6][7][8]
S60 1st Edition 0.9 6.1
S60 1st Edition,
Feature Pack 1
1.2 6.1
S60 2nd Edition 2.0 7.0s
S60 2nd Edition,
Feature Pack 1
2.1 7.0s
S60 2nd Edition,
Feature Pack 2
2.6 8.0a
S60 2nd Edition,
Feature Pack 3
2.8 8.1a
S60 3rd Edition 3.0 9.1
S60 3rd Edition,
Feature Pack 1
3.1 9.2
S60 3rd Edition,
Feature Pack 2
3.2 9.3
S60 5th Edition
(Corresponds to Symbian^1)
5.0 9.4
Symbian^2 [citation needed] [citation needed]
  • DoCoMo F-07B
  • DoCoMo F-08B
  • DoCoMo F-06B
  • DoCoMo SH-07B
Symbian^3 5.2 [9] 9.5[10]
Symbian Anna 5.2 9.5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *