SPB Wireless Monitor » নিয়ন্ত্রন করুন আপনার ইন্টারনেট ট্রাফিক, সাশ্রয় করুন আপনার অর্থ

আজকে আমি আপনাদেরকে খুব ছোট কিন্তু কাজের একটি এ্যাপ্লিকেশন উপহার দিব। যার নাম “SPB Wireless Monitor” । এটির সাহায্যে আপনি আপনার ইন্টারনেট কতটুকু ব্যবহার করেছেন, কোন এ্যাপ্লিকেশন কতটুকু ব্যবহার করেছে ইত্যাদি দেখতে পারবেন। এমনকি আপনি এলার্মও দিয়ে রাখতে পারবেন যাতে আপনার নির্ধারিত ব্যান্ডউইথ এর বেশি খরচ না হয়ে যায়। এছাড়াও আপনি দেখতে পারবেন কোন এপ্লিকেশন কত টাকার ব্যান্ডউইথ খরচ করেছে। কি মজার না? এককথায় আপনার ইন্টারনেট ব্যবহার করার পুরা তথ্য আপনি SPB Wireless Monitor এর কাছ থেকেই পাবেন।

এক নজরে SPB Wireless Monitor এর ফিচারগুলি-

  • – Per-application reports (for Android 2.2+ devices)
  • – Cost reports
  • – Mobile and WiFi traffic reports
  • – Warnings when exceeding spending limits
  • – Export to CSV
  • – 330+ pre-defined service plans
  • – Home screen widget

সাপোর্টেট অপারেটিং সিস্টেম-

  • Android 2.1 and higher (Only official ROMs supported)
  • Symbian^3 (Only official ROMs supported)
  • S60 5th Edition

এটির ইন্টারফেসটি খুবই সহজবোধ্য তাই বেশি বর্ণনা দেওয়ার প্রয়োজন মনে করছি না। নিচের স্কিনশর্টগুলি দেখেই ইনশাআল্লাহ সবকিছু বুঝতে পারবেন।

কিছু স্কিনশর্ট

এন্ড্রুয়েট-

সিমবিয়ান-

ডাউনলোড করার আগেই মজা নিতে চাইলে নিচের ভিডিওটিও দেখতে পারেন-

ডাউনলোড

সিমবিয়ান-

এন্ডুয়েট-

————–

আমার আগের করা টিউনগুলি দেখতে চাইলে উপরে “আমার টিউনার পাতা” তে ক্লিক করতে পারেন।

আর আমার নতুন নতুন সব লেখা গুলি মিস না করতে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। এর জন্য উপরে “আমার টিউন আর.এস.এস” -এ ক্লিক করুন। আমার টিউন পৌছে যাবে আপনার ই-মেইল-এ।

————–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *