নববর্ষের নতুন দিনের জন্য আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটি সম্পূর্ণ নতুন বাংলা ক্যালেন্ডার উপহার দিলাম। (১৪১৭ Bug fix Updated)

প্রথমেই আমার প্রিয় টেকটিউনস, টেকটিউন্স এর টিউজিটর, টিউনার, টিউমেন্টার, মডারেটর ও এ্যাডমিন প্যানেলকে ১৪১৮ এর প্রাণঢালা শুভেচ্ছা জানাই।

অনেকদিন টিউন করা হয়নি। কালকে নতুন আমাদের নতুন বছর আসছে। কিন্তু এই দিনের জন্য আপনাদেরকে কিছু সংগ্রহ করে দিব না তা কি হয়? তাই আজকে খুব বেশি না হলেও একটা সামান্য জাভা এ্যাপ্লিকেশন সংগ্রহ করে দিলাম। এটি নতুন বছরের জন্যই মূলত তৈরী করা হয়েছে। মূলত এর ইন্টারফেসটি আমাকে দারুন লেগেছে। ক্যালেন্ডারটিতে ১৪১৭ থেকে বঙ্গাব্দ ১৪১৯ আগের বা পরের তারিখ খুজে বের করা যায়।

এ্যাপ্লিকেশনটি তৈরী করেছেনঃ রেচি গোমস ও মাহবুব হাসান।

এ্যাপ্লেকেশনটির ভেনডরঃ MCC Ltd. Bangladesh

ওয়েবসাইটঃ www.mcc.com.bd

এই এ্যাপ্লিকেশনটি জাভা সাপোর্টেট প্রতিটি মোবাইলেই চলে।

ডাউনলোডঃ

ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন। (.jar)

.jad ফাইলটির কারণে যদি কারো সমস্যা দেখা দেয় তাহলে এখানে ক্লিক করে .jad ফাইলটি ডাউনলোড করতে পারেন।

ইন্সটলহতে কোন প্রকার সমস্যা হলে বা ইন্সটল করার পর ক্যালেন্ডারটি চালু না হলে এ্যাপ্লিকেশনটি আপনারা OVI থেকেও ডাউনলোড করতে পারবেন।

————

আমার আগের করা টিউনগুলি দেখতে চাইলে উপরে “আমার টিউনার পাতা” তে ক্লিক করতে পারেন।

আর আমার নতুন নতুন সব লেখা গুলি মিস না করতে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। এর জন্য উপরে “আমার টিউন আর,এস,এস -এ ক্লিক করুন। আমার টিউন পৌছে যাবে আপনার ই-মেইল-এ।

মোবাইল বিষয়ক যেকোন সমস্যায় আমাকে ফেসবুকে নক করতে পারেন- http://facebook.com/crazzzzzzyboy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *