
এর আগেও আমি মোবাইলের ডিসপ্লেকে ল্যান্ডস্ক্যাপ করার জন্য একটি টিউন করেছিলাম। যাতে আপনি আপনার সেটটির ডিসপ্লেকে নিদিষ্ট সময়ের জন্য ল্যান্ডস্ক্যাপ করে রাখতে পারেন। কিন্তু ওই টিউনে যে সফট্ওয়ারটি নিয়ে আলোচনা করেছিলাম সেটি ডিসপ্লেকে ল্যান্ডস্ক্যাপ করত ঠিকই কিন্তু সেটের যে হোমস্কিন মানে ডেক্সটব সেটিকে ল্যান্ডস্ক্যাপ করতে পারত না। তাই এই টিউনটি করা।
ছোট্ট একটি সফট্ওয়ার দিয়েই আপনারা এটি ফিক্স করতে পারেন। তবে হ্যা এটির জন্য কিন্তু অবশ্যই আপনার ফোনে ল্যান্ডস্ক্যাপ সফট্ওয়ারটি ইন্সটল করা থাকতে হবে। ল্যান্ডস্ক্যাপ সফট্ওয়ারটি আগের টিউনটিতে পাবেন। টিউনটি এখানে।
সফট্ওয়ারটি ইন্সটল করার পর সেটটিকে একবার রিষ্টাট করতে হবে। এবং ল্যান্ডস্ক্যাপ সফট্ওয়ারটি দিয়ে ল্যান্ডস্ক্যাপ করা থাকতে হবে। তারপর আপনার হোমস্কিনটি মানে ডেক্সটবটি নিচের মত দেখাবে। পুরাই ল্যান্ডস্ক্যাপ-
ডাউনলোড করুন নিচের লিংকটি থেকে-
http://www.mediafire.com/download.php?zizqaudv7w7vv6o
আমার আগের করা টিউনগুলি দেখতে চাইলে উপরে “আমার টিউনার পাতা” তে ক্লিক করতে পারেন।
আর আমার নতুন নতুন সব লেখা গুলি মিস না করতে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। এর জন্য উপরে “আমার টিউন আর,এস,এস -এ ক্লিক করুন। আমার টিউন পৈছে যাবে আপনার ই-মেইল-এ।
ফেসবুকে আমার বন্ধুও হতে পারেন- http://facebook.com/crazzzzzzyboy