আপনার নোকিয়া টাচ (S60 V5) ফোনটির জন্য ডাউনলোড করুন সুন্দর একটি হোমস্কিন থিম

আজকে আমি আপনাদেরকে সুন্দর একটি হোমস্কিন এর সাথে পরিচয় করিয়ে দেব। যার নাম “Vodafone Home Screen Theme” ।

হোমস্কিন থিম কি?

থিম এবং হোমস্কিন থিম দুটিই প্রায় একই ধরণের কিন্তু দুটিই আলাদা। হোমস্কিন থিম শুধুমাত্র আপনার ফোনের হোমস্কিন অর্থাৎ ডেক্সটবের জন্য। আর হিম হচ্ছে সম্পূর্ণ সেটটির জন্য। হোমস্কিনগুলি মূলত আপনার ফোনের ডেস্কটবের সৌন্দর্য বৃদ্ধি করার জন্যই তৈরী করা হয়।

আসুন পরিচিত হই “Vodafone Home Screen Theme” এর সাথে-

হোমস্কিন থিমগুলির মধ্যে এই থিমটি আমাকে সবচেয়ে বেশি ভাল লাগে। থিমটি ইন্সটল করলে আপনার ডেস্কটিতে কয়েকটি এ্যারো চিন্হ দেখতে পাবেন। এবং উপরে একটি বারের মধ্যে কয়েকটি সর্টকার্ট দেখতে পাবেন।

উপরের বার এবং এ্যারোগুলি থেকে নিচের মত অপশন পাবেন-

ডাউনলোড করুন নিচের লিংকটি থেকে- (সাইন করতে হবে না)

http://www.mediafire.com/download.php?fpojwadr5kxdjzg

(আগের ফাইলটিতে সমস্যা থাকার কারণে আমি অত্যন্ত দুঃখিত।)

ইন্সটল করে সেটআপ করবেন যেভাবে-

থিমটি আপনার মোবাইলে ইন্সটল করার পর “Menu” তে যান

তারপর “Settings” থেকে “Personal” এ যান-

“Home screen” এ ক্লিক করুন-

তারপর “Home screen theme” এ ক্লিক করুন-

এবং “Vodafone” নামক থিমটিকে Apply করুন।

কেমন লাগল জানাবেন.

আমার আগের করা টিউনগুলি দেখতে চাইলে উপরে “আমার টিউনার পাতা” তে ক্লিক করতে পারেন।

আর আমার নতুন নতুন সব লেখা গুলি মিস না করতে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। এর জন্য উপরে “আমার টিউন আর,এস,এস -এ ক্লিক করুন। আমার টিউন পৈছে যাবে আপনার ই-মেইল-এ।

ফেসবুকে আমার বন্ধু হতে পারেন- http://facebook.com/crazzzzzzyboy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *