
অনেকদিন হল নোকিয়া নিয়ে টিউন করি না। তাই আজকে তেমন ভাল কোন সফট্ওয়ার উপহার দিতে না পারলেও আমার সবচেয়ে পছন্দের একটি থিম আপনাদেরকে উপহার দেব। থিমটির নাম “3D Valentine” । অবশ্য এই থিমটি ভালবাসা দিবসে আপনাদেরকে উপহার দেওয়া উচিত ছিল। কিন্তু সময়ের কারণে দিতে পারিনি। যাইহোক বাসিয়া ভালবাসা দিবস হিসেবেই ডাউনলোড করে নিন। অনেকেই হয়ত থিমটির সাথে আগেথেকেই পরিচিত হয়ে থাকতে পারেন। কারণ একটি OVI থেকে পাওয়া যায়। থিমটি প্রথমে ফ্রি ছিল কিন্তু পরে অনেক জনপ্রিয় হয়ে যাওয়ায় বর্তমানে OVI থেকে এটিকে ডাউনলোড করতে € 2.00 (incl. taxes) পে করতে হয়। এবং থিমটির বর্তমান নাম এখন “3D Love” দেওয়া হয়েছে। আমি অবশ্য অগেই আমার কম্পিউটারে এটিকে ডাউনলোড করে রেখেছিলাম তাই আপনাদেরকে এটি ফ্রিতে দিতে পারছি।
আসুন দেখা যাক থিমটির কিছু স্কিনশর্টঃ
ডাউনলোড করুন নিচের লিংকটি থেকে-
http://www.mediafire.com/download.php?66i1zuxdl0jnark
আর হ্যা কেমন লাগল তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
আমার আগের করা টিউনগুলি দেখতে চাইলে উপরে “আমার টিউনার পাতা” তে ক্লিক করতে পারেন।
আর আমার নতুন নতুন সব লেখা গুলি মিস না করতে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। এর জন্য উপরে “আমার টিউন আর,এস,এস -এ ক্লিক করুন। আমার টিউন পৈছে যাবে আপনার ই-মেইল-এ।
ফেসবুকে আমার বন্ধু হতে পারেন- http://facebook.com/crazzzzzzyboy