আপনার জিমেইলে এ্যাড করে নিন তাদের ল্যাব এর কিছু অসাধারণ ফিচার

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইমেইল প্রভাইডার জিমেইল। জিমেইলের দারুন কিছু সুবিধার জন্য অনান্য ইমেইল প্রভাইডারে যাওয়ার প্রয়োজন পড়ে না। জিমেইলের যত্ত রকমের সুবিধা আছে তারমধ্যে আমার সবচেয়ে প্রিয় সুবিধাটি হল 2-Step-Verification । এরজন্যই মূলত জিমেইল ছাড়ার প্রশ্নই উঠে না। যাহোক আজকে আমরা জিমেইলের আরও কিছু ছোট ছোট দারুন কয়েকটি সুবিধার সাথে পরিচিত হব।

জিমেইল ল্যাবের কয়েকটি দারুন সুবিধাঃ

১। প্রথমে আপনার জিমেইলে লগিন করুন। এরপর ডানদিকের টপ কর্ণারে Options থেকে Mail Settings এ ক্লিক করুন।

২। মেইল সেটিং উইনডো থেকে Labs এ ক্লিক করুন।

৩। এখানে জিমেইল ল্যাব এর অনেক গুলি ফিচার আছে। তারমধ্যে আমার যেগুলি বেশি কাজে লাগে সেগুলি এক্টিভ করে নিয়েছি। আপনি আপনার পছন্দমত সুবিধাগুলি যোগ করতে পারেন। যোগ করার জন্য সাইডে Enable বাটন এ ক্লিক করুন। আর কোনটার কি কাজের সেটা লেখাই আছে।

এগুলির মধ্যে আমার সবচেয়ে দু’টি প্রিয় সুবিধা হল Undo Send এবং Unread Message Icon

৪। ইচ্ছামত সুবিধাগুলি যোগ করার পর নিচে Save Changes এ ক্লিক করুন। ব্যাস !

 

নোটঃ এই সুবিধাগুলি পরীক্ষামূলক। জিমেইল ল্যাবস থেকে যেকোন সময় এগুলি পরিবর্তন, পরিবর্ধন কিংবা মুছেও দেয়া হতে পারে।

 

হ্যাপি মেইলিং
ধন্যবাদ।


৪ Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *