টেকটিউনস টিউনার প্যানেলে টিউন লেখার সময় পিসি স্লো / হ্যাং সমস্যার সমাধান

টিউন করার সময় মাথা ঠান্ডা না থাকলে ঠিকমত টিউন উপস্থাপন করা যায় না। আর টেকটিউনস টিউনার প্যানেলে ঢুকে ঠান্ডা মাথায় টিউন করার ইচ্ছা থাকলেও সেটি অনেকের ক্ষেত্রেই সম্ভব হয় না। কারণ টেকটিউনস টিউনার প্যানেলে নতুন টিউন লেখার সময় মূলত পিসি অনেক স্লো কাজ করে। আবার মাঝে মাঝে হ্যাং ও করে।

সমস্যাটির কারণঃ

এই সমস্যাটি মূলত টেকটিউনস এর কোন সমস্যা নয়। কিংবা আপনার পিসিরও কোন সমস্যা নয়। সমস্যাটি মূলত আপনার ব্রাউজারের। টিউন করার সময় আপনারা নিশ্চই লক্ষ্য করে থাকবেন যে, কোন লেখা backspace দিয়ে মুছে দেয়ার সময় অনেক সময় নেয়। এবং ফায়ারফক্স স্লো হয়ে যায়। টিউন করার সময় এরকম বিড়ম্বনা খুবই বিরক্তিকর। অন্যান্য ব্রাউজার যেমন ইন্টারনেট এক্সপ্লোরার কিংবা গুগল ক্রোমে এই সমস্যাটি হয় না। এটি শুধুমাত্র ফায়ারফক্স কিংবা যেসব ব্রাউজার পিসির Hardware acceleration ব্যবহার করে সেগুলিতে হয়।

এখানে বলে রাখা ভাল যে, এই সমস্যাটি সবার ক্ষেত্রে হয় না। যদি কারও ব্রাউজার পিসির Hardware acceleration ব্যাবহারও করে, তারপরেও এই সমস্যা নাও হতে পারে। যাদের এই সমস্যাটি হয় শুধুমাত্র তাদের জন্যই এই টিউনটি।

সমাধানঃ

সমস্যাটির সমাধান করা খুবই সহজ। শুধুমাত্র ব্রাউজার থেকে Hardware acceleration বন্ধ করে দিলেই হয়। ফায়ারফক্স ব্রাউজারে কিভাবে Hardware acceleration বন্ধ করবেন তার জন্য নিচের পদ্ধতিটি অনুসরণ করুন।

ধাপসমূহঃ

১। প্রথমে আপনার ফায়ারফক্স থেকে Options এ যান (উইনডোজ Vista/7/8 ব্যবহারকারী হলে)


অথবা Tools থেকে Options এ যান (উইনডোজ XP ব্যবহারকারী হলে)

২। এরপর Advanced ট্যাব থেকে Use hardware acceleration when available অপশনটি থেকে টিক চিহ্নটি উঠিয়ে দিন। এবং OK তে ক্লিক করুন।

৪। ব্যাস এবার ঠান্ডা মাথায় নন-ষ্টপ টিউন লিখা শুরু করে দিন।

 

ভাল থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *