প্রায় প্রতিটি মানুষই তার প্রতিটি প্রিয় জিনিসটাকে সংরক্ষণ করতে চায়। আবার কোন জিনিস যদি ভাল লাগে অথবা পরবর্তাতে কাজে লাগতে পারে এমন কোন জিনিস হয় তাহলে সেটিও সংরক্ষণ করতে মন চায়।
টেকটিউনস এ অনেক টিউনার বা টিউরিডাররাই চায় তাদের প্রিয় টিউনগুলিকে pdf করে তাদের কম্পিউটারে সংরক্ষণ করতে, যাতে তারা পরবর্তিতে অতি সহজেই সেটি বের করতে পারে।
ইন্টারনেটে অনেক সাইট বা সফটওয়্যার পাওয়া যায় যেগুলি দিয়ে খুব সহজেই যেকোন ওয়েব পেইজকে pdf বানানো যায়। কিন্তু মাত্র হাতে গোনা কয়েকটি সাইট বা সফট্ওয়্যার পাওয়া যায় যেগুলি ইউনিকোড সাপোর্ট করে। আর নিশ্চই জেনে থাকবেন যে, ইউনিকোড সাপোর্ট না করলে কখনোই বাংলা দেখা যায় না। তাই পড়তে হয় নানাবিধ সমস্যায়।
আজকে মূলত আমি আপনাদের সাথে একটি অনলাইন HTML টু PDF কনভার্টার সেয়ার করব। যেটির সাহায্যে আপনি যেকোন টিউনকে pdf বানাতে পারবেন। আর এটি খুব সুন্দর Unicode সাপোর্ট করে তাই বাংলাগুলাও বেশ ভালই দেখা যায়। সর্বপরি এই অনলাইন html to pdf কনভার্টার আমার কাছে বেশ ভাল লেগেছে। আশা করি আপনাদেরও ভাল লাগবে।
টিউনকে কে pdf তৈরী করবেন যেভাবেঃ
১। প্রথমে এখানে ক্লিক করে অনলাইন HTML to PDF কনর্ভাটার এর সাইটটিতে ঢুকুন।
২। Url: এর যায়গায় আপনি যে টিউনটি pdf করতে চান সেটির লিংক দিন এবংConvert to PDF এ ক্লিক করুন
৩। কিছুক্ষণের মধ্যেই টিউনটির pdf ভার্সন ডাউনলোড শুরু হয়ে যাবে।
৪। ব্যাস ! এখন ইচ্ছামত আপনার পছন্দের কিংবা দরকারী টিউনগুলিকে pdf করে রাখুন।
যদি আপনি IDM ব্যবহারকারী হন এবং দ্বিতীয়বার ডাউনলোডের সময় কোন Error পান তাহলে নিচের স্ক্রিনশর্টির মত Add the duplicate with a numbered file name এ ক্লিক করে OK করুন।
কোন সমস্যা হলে মন্তব্যে জানাতে পারেন।
ভাল থাকুন।
vai link chara onno jekono text k pdf a convert kivabe korbo…online/offline….
অফলাইনে pdf করার জন্য আপনি Do PDF ব্যবহার করতে পারেন। ডাউনলোড করা যাবে http://www.dopdf.com/ থেকে। 🙂