Mediafire থেকে আপনার সেয়ারকৃত ফোল্ডারটির Custom URL নিয়েছেন তো?

ওয়েটিং টাইম, রিজিউম সাপোর্ট এবং ডাউনলোড স্পীড এর দিক থেকে Mediafire একটি অতুলনীয় ফাইল সেয়ারিং সাইট। Mediafire কেমন জনপ্রিয় সেটি নতুন করে বলার অপেক্ষা রাখে না।

মিডিয়াফায়ার থেকে ফাইল সেয়ারিং এর জন্য আমরা সাধারণত ফাইলগুলি কোন ক্যাটাগরি বা ফোল্ডার অনুযায়ী রাখি। আর সেই ফোল্ডারগুলি এবং ভিতরের ফাইলগুলি পাবলিকের জন্য ওপেন থাকে। আমরা আমাদের ইচ্ছামত ফোল্ডারের ভিতরের ফাইলগুলির লিংক যেকোনখানেই সেয়ার করতে পারি। আবার চাইলেই পুরা ফোল্ডারটির লিংকটিও সেয়ার করতে পারি। তবে সেই লিংকটি অনেকটা জটিল হওয়ায় মনে রাখা সম্ভব হয় না।

তবে এরজন্য আছে সহজ সমাধান যেটি নিয়েই আমার আজকের এই টিউনটি। আপনি চাইলেই সেই ফোল্ডারটি জটিল লিংকটিকে রিনেম করতে পারেন আপনার ইচ্ছামত নামে।

ধাপসমূহঃ

১। প্রথমে আপনার মিডিয়াফায়ার একাউন্টে লগিন করুন

২। লগিন শেষে এখানে ক্লিক করুন

৩। এরপর ” Add New Custom URL ” এ ক্লিক করুন।

৪। নিচের স্ক্রিনশর্টটি অনুযায়ী

  • প্রথমে Choose a name এ আপনার নাম অথবা যে নামে URL তৈরী করতে চান সেটি লিখুন
  • এরপর Select folder to apply to থেকে যে ফোল্ডারটি জন্য Custom URL তৈরী করতে চান সেটি সিলেক্ট করুন এবং Apply করুন [Root ফোল্ডার অর্থাৎ My Files ফোল্ডারটি কখনোই সেয়ার করতে পারবেন না তবে Public নামে একটি ফোল্ডার করে সেখানে সব ফোল্ডার ঢুকিয়ে রেখেও এটি করতে পারেন]
  • এরপর Save and Finish এ ক্লিক করুন

৫। ব্যাস এখন আপনার রিনেমকৃত লিংকটিতে যেকেউ ক্লিক করলে আপনার নির্দিষ্ট ফোল্ডারটিকে ঢুকবে

 

হ্যাপি ফাইল সেয়ারিং
ভালো থাকুন 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *