সকালে উঠেই মেইল চেক করার জন্য জিমেইলে ঢুকলাম। আর ঢুকেই দেখতে পেলাম Gmail এর সদ্য নতুন ফিচারটি। এখন থেকে আপনি সরাসরি Gmail থেকেই SMS পাঠাতে পারবেন তাও আবার একদম ফ্রিতে। তবে অত্যান্ত দুঃখের বিষয় হল, বর্তমানে শুধুমাত্র সিটিসেল এ SMS করা যাচ্ছে। তাতে কি সিটিসেল যখন এসছে তখন বাকি অপারেটরগুলা খুব শিঘ্রই আসবে। আসুন দেখা যাক কিভাবে SMS পাঠাবেন-
ধাপসমূহঃ
১। প্রথমে আপনার Gmail একাউন্টে লগিন করুন
২। আপনার Gmail এর বাম পাশে দেখুন Chat and SMS নামে একটি নতুন একটা মেনু যুক্ত হয়েছে
৩। Chat and SMS এর ঘরে একটি সিটিসেল নম্বর লেখুন এবং Send SMS এ ক্লিক করুন
৪। নম্বরটি সেভ করার জন্য Contact name: যার নম্বর তার নাম দিন এবং Save এ ক্লিক করুন
৫। ডানদিকে নিচে নিচের মত একটি বক্স আসবে সেখানে আপনার ম্যাসেজ লিখে কিবোর্ড থেকে Enter প্রেস করুন। ব্যাস SMS চলে গেল।
তবে ওই নম্বরটি আপনার সাথে চ্যাট করতে চায় কিনা তার সম্মতির জন্য ওই নম্বর থেকেও শুধু প্রথমবার একটা রিপ্লে দিতে হবে।
৬। ব্যাস এখন ইচ্ছামত SMS করুন।
বিশেষ দ্রষ্টব্যঃ আপনি ২৪ ঘন্টায় শুধুামাত্র ৫০ টি SMS সেন্ট করতে পারবেন। যে নম্বরে SMS প্রেরণ করবেন তিনি যদি মোবাইল থেকে ফিরতি কোন SMS দেন তাহলে আপনার ক্রেডিটে ৫ টি SMS যুক্ত হবে। অর্থাৎ আপনি কাউকে SMS করলে আপনার 1 ক্রেডিট খরচ হবে আর যদি কেউ আপনার SMS এর রিপ্লে দেয় তাহলে আপনার একাউন্টে ৫ ক্রেডিট যুক্ত হবে। কি মজার না?
আর আপনি যদি সারাদিন SMS করে আপনার সব ক্রেডিট শেষ করে দেন তাহলে পরেদিন অর্থাৎ ২৪ ঘণ্টা পরে আবার আপনার একাউন্টে ১ ক্রেডিট যুক্ত হবে।
কেন জানি আমার প্রথম থেকেই একটা ক্রেডীট মিসিং। এইটার জন্য তদন্ত করতে হবে।
একটা ছোট্ট সংশোধনীঃ ২৪ ঘন্টা পর সম্ভাবত এক ক্রেডীট দিবে, ৫০ নয়।
হায় হায় এত বড় একটা ব্যাপার আমার চোখের বাইর দিয়া চলে গেছে !!!
ধন্যবাদ জানানোর জন্য। [ তদন্তের আপডেট নিউজ দিয়েন 😛 ]
gmail a mail asle sathe sathe ki mobile a kono alart ase / ba a rokom kono system ase naki kindly janaben !
হ্যা এইরকম সিস্টেম আছে। এটাকে 2 Step Verification বলা হয়। আপনি https://accounts.google.com/b/0/SmsAuthConfig লিংকে গেলে এটি এক্টিভেট করতে পারবেন। তাতে করে আপনি যখনই আপনার জিমেইল একাউন্টে লগ-ইন করবেন তখনি আপনার মোবাইলে একটি এপ্রুভাল কোড আসবে। 🙂
আমার হছেনা
ইন্ডিয়ায় এই সুবিধা এখনো দেয়া হয়নি। তাই আপনার হচ্ছেনা।