টেকটিউনস জরিপ [ডিসেম্বর-২০১১] : জনপ্রিয়তার শীর্ষে মুহম্মদ জাফর ইকবাল

techtunes-poll-logo.pngডিসেম্বর মাসের জরিপ

জরিপের বিষয়টি ছিলঃ আগামী টেকটিউনস টিউন্টারভিউতে প্রথমে কাকে টিউন্টারভিউ গেস্ট হিসেবে দেখতে চান?

  • জরিপটি বিগত ১লা ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত স্থায়ী ছিল।

জরিপের ফলাফলঃ

  • জরিপটিতে মোট ৬৪৮ জন ভোটার অংশগ্রহণ করেন।

উপরের ফলাফল অনুযায়ী শীর্ষে রয়েছেন “মুহম্মদ জাফর ইকবাল”। দ্বিতীয়তে রয়েছেন “মেহেদী হাসান খান” এবং সবশেষে রয়েছেন “মুনির হাসান”।

জনপ্রিয়তার শীর্ষে মুহম্মদ জাফর ইকবালঃ

এরকম বইপ্রেমিক খুব কমই আছেন যারা “মুহম্মদ জাফর ইকবাল” কে চিনেন না। তিনি একাধারে একজন লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ। তিনি বাংলাদেশে বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখা ও জনপ্রিয়করণের পথিকৃত। তাঁর সমন্ধে বিস্তারিত জানতে চোখ রাখুন আগামী টেকটিউনস টিউন্টারভিউতে।

মেহেদী হাসান খান, ওমিক্রনল্যাবঃ

প্রযুক্তিপ্রেমীদের সবারই পরিচিত মুখ “মেহেদী হাসান খান”। তিনি জনপ্রিয় ইউনিকোড ভিত্তিক বাংলা সফট্ওয়্যার “অভ্র” এর প্রতিষ্ঠাতা। তার সমন্ধে আরও জানতে অপেক্ষা করুন টেকটিউনস টিউন্টারভিউ এর।

মুনির হাসান, BDOSNঃ

মুনির হাসান বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক। তাঁর সমন্ধে জানতে অপেক্ষা করুন। খুব শিঘ্রই আসছেন টেকটিউনস টিউন্টারভিউতে।

টেকটিউনস জরিপ [ জানুয়ারী-২০১২ ] -এ অংশগ্রহণ করুন

এই মাসের জন্য নতুন জরিপ দেয়া হয়েছে। জরিপে অংশগ্রহণ করুন।

সাইফুল ইসলাম
এঞ্জেল মডারেটর
টেকটিউনস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *