এপ্লিকেশনটি সমন্ধে তেমন কিছু বলার দরকার নেই। কারণ শিরোনাম দেখেই বোঝা যাচ্ছে এর কাজ কি। তবে এপ্লিকেশনটির সাহায্যে আপনি আপনার ফোনের ফন্ট সাইট ছোট/বড় করা ছাড়াও ফন্ট পরিবর্তনও করতে পারবেন।
উপযোগিতাঃ
সিমবিয়ান
- 3rd,
- 5th,
- S^3,
- Anna ও
- Belle
ডাউনলোডঃ
সুবিধাসমূহ ও ব্যবহারবিধিঃ
- ফন্ট সাইট ছোট/বড় করতে পারবেন
- ফন্টের মধ্যকার ফাকা (স্পেস) বাড়া-কমা করতে পারবেন
- ফন্টের ট্রান্সপারেন্সি কমাতে পারবেন
- ফোনের ফন্ট পরিবর্তনও করতে পারবেন