আপনার Yahoo ই-মেইল অ্যাকাউন্ডটে 1 GB Free Store ব্যাবহার করেছেন তো??

জনপ্রিয় Yahoo মেইল এখন আপনাকে 1 গিগাবাইট আপনার ডাটা সংরক্ষণের জন্য প্রদান করছে। আর এই 1 গিগাবাইট জায়গায় আপনার রক্ষিত ডাটাগুলো মোবাইল বা যেকোন কম্পিউটার থেকে এক্সেস করতে পারবেন। চাইলে আপনি আপনার জায়গা আরো বাড়াতে পারেন 10 গিগাবাইট পর্যন্ত কিন্তু মাসে মাসে আপনার কাছে তারা 3 ডলার বুঝে নিবে।

এখন মূল কথায আসা যাক,
1 গিগাবাইটের জায়গাটি ব্যাবহার করার জন্য সিম্পলি আপনি আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন। আর বাম সাইটে নিচে Applictions বক্সে My Drive অপশনটিতে ক্লিক করুন। তারপর আপনাকে আপনার ইমেইল আইডি আর নতুন একটি পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন।
আর আপনার ইচ্ছামত ডাটা আপলোড করুন।

QuickPress টিউন তাই সংক্ষিপ্ত করে লিখলাম। একটু কষ্ট করে বুঝে নিয়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *