আপনার Touch (Symbian 5th) মোবাইলের জন্য ডাউনলোড করুন হরেক রকমের ভার্চুয়াল কিবোর্ড !!! (Updated)

আপনাকে কি আপনার টাচ মোবাইলের ডিফল্ট ভার্চুয়াল কিবোর্ডগুলিকে ভাল লাগে?? আমার কিন্তু মোটেও ভাল লাগে না। 🙁 কেননা সেটগুলির ডিফল্ট মুডের পোর্টরেইট কিবোর্ড দিয়ে তাড়াতাড়ি টাইপ করা বেশ কষ্টকর। আপনি নিশ্চই Opera Mini -এর portrait QWERTY keyboard ব্যবহার করেছেন। এই কিবোর্ডটিও ঠিক সেইরকম। নিচে আমি আপনাদেরকে কয়েকটি কিবোর্ড দিলাম যেগুলি আপনার মোবাইলের ডিফল্ট কিবোর্ডকে পরিবর্তন করবে। যাতে আপনি খুব সহজতর এবং দ্রুততর লিখতে পারেন।

প্রথমে পরিচিত হই DayHand Input Virtual Keyboard (English) এর সাথে :

DAYHAND INPUT কি?

এটি একটি চায়নিজ এপ্লিকেশন যা আপনার ওরিজিনাল কিবোর্ডকে অন্য একটি চায়নিজ কিবোর্ডে পরিবর্তন করতে সাহায্য করে।

আমরা তো চায়নিজ নই 🙁 তাহলে আমরা কি করতে পারি?

যখন এটি চায়নিজ ভাষায় তৈরী করা হয়েছিল তখন এটিতে চায়নিজ ভাষার পাশাপাশি ইংরেজি সাপোর্ট করত এবং টোটালি কাস্টমাইজেবল ছিল। 🙂 । তাই এই সুবিধার সৎব্যবহার করে Mr. Milk নামের একজন ব্যক্তি এটির Chinese characters গুলোকে পরিবর্তন করে সম্পূর্ণ English/International keyboard -এ রূপান্তর করেছেন।

কি কি সুবিধা?

আমি মনে করি এই কিবোর্ডটি নোকিয়া/স্যামসাং সেটগুলির জন্য শ্রেষ্ঠ। এটির এক একটি সিঙ্গেল কি সবোর্চ্চ ৫টি পর্যন্ত অক্ষর থাকতে পারে (এক্সট্রা অক্ষরগুলি আপনি বাটগুলিতে tapping অথবা dragging করলে পাবেন)।

এটিতে আপনি-

  • copy,
  • cut,
  • paste,
  • home,
  • end,
  • symbols table,
  • T9 dictionary in qwerty mode,
  • enables type-ahead in qwerty,
  • international chars keyboard (customized),
  • lets you type faster
  • landscape এবং portrait দুইভাবেই ব্যবহার করতে পারবেন।

তাছাড়াও এটিতে আরও ৭টি ভিন্ন ভিন্ন কিবোর্ড পাবেন (selectable from a button) ঃ

  • english qwerty,
  • international qwerty,
  • abc keypad,
  • numeric mode,
  • edit mode,
  • symbols table,
  • dictionary selection

কিভাবে ইন্সটল করবেন?

এটি ইন্সটল করার আগে আবশ্যই আগে আপনাকে সাইন করে নিতে হবে। ডাউনলোড করার জন্য নিচের লিংকটিতে যান।

http://www.mediafire.com/download.php?92sq5cuzqky75gq

কিভাবে ব্যবহার করবেন?

সফট্ওয়ারটি আপনার মোবাইলে ইন্সটল করার পর সেটটিতে রিস্টাট করুন। এখন আর আপনাকে কিছুই করতে হবে না। সেটটিকে রিস্টার্ট করার পর সয়ংক্রিয়ভাবে কিবোর্ড এ্যাকটিভ হয়ে যাবে। আপনি এটিকে টেস্ট করার জন্য মেসেজ মেনু থেকে একটি নতুন মেসেজ লিখতে পারেন।

কিভাবে আদালা কিবোর্ডগুলি ব্যবহার করবেন?আপনি যখন সফট্ওয়ারটি ইন্সটল করবেন তখন তা অটোমেটিক ওপেরা মিনির কিবোর্ড -এর মত হয়ে যাবে। আর যদি আপনি iPhone বা original কিবোর্ডটি আবার চালু করতে চান তাহলে নিচের স্কিনশর্ট টি অনুসরণ করুন।

****************************************************************************************

এবার আসি আরেকটি ভিন্ন ধরনের কিবোর্ড -এ–

Virtual Navigation

আপনি যদি আগে কখনো নন-টাচ (Non-Touch) হ্যান্ডসেটগুলি ব্যবহার করে থাকেন তাহলে নিচ্শই আগের D Pad Navigation -কে মিস করছেন। কিন্তু এখন আপনি নিচের থার্ড পার্টি এ্যাপ্লিকেশনটির সাহায্যে এটিকে পূনরায় ব্যবহার করতে পারেন। নিচের স্কিনশর্টটি দেখলেই বুঝতে আশা করি বুঝতে পারবেন-

এই ভার্চুয়াল নাভিগেশন কিবোর্ডটিকে ডাউনলোড করুন নিচের লিংকটি থেকে।

http://www.mediafire.com/download.php?5jn4slgq0ghymmu

টিউনটি কেমন লাগল জানাবেন।

আমার করা সবগুলো টিউন দেখতে “আমার টিউনার পাতা” তে ক্লিক করতে পারেন।

এবং আমার পরবর্তী লেখা গুলি আপনার ই-মেইল-এ পেতে “আমার টিউন আর.এস.এস” এ সাবস্কাইব করতে পারেন।

ফেসবুকে আমিঃ http://facebook.com/crazzzzzzyboy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *