আপনার টাচ (Touch) মোবাইলের (Symbian OS v9.4, Series 60 rel. 5) ডিসপ্লেকে (360 x 640 pixels) পরিণত করুন 640 x 360 pixels -এ

আজকে আমি আপনারদেরকে শুধুমাত্র Symbian OS v9.4, Series 60 rel. 5 -এর সেটগুলোর ডিসপ্লেকে ল্যান্ডস্কেপে পরিণত করার জন্য একটি গুরুত্বপূর্ণ সফট্ওয়ার উপহার দেব। এইরকম একটা অপশন টা সেটের মধ্যে দেয়াই আছে। কিন্তু সেই অপশনটা স্থায়ী না অর্থাৎ আপনি যখন সেটটিকে ল্যান্ডস্কিপ করবেন তখন ল্যান্ডস্কিপ হবে আর যখন পোর্টরেইট করবেন তখন পোর্টরেইট হবে। আর এই সফট্ওয়ারটির সাহায্যে আপনি সেটটিকে সবসময়ের জন্য ল্যান্ডস্কিপ (640 x 360 pixels) থাকবে। আপনি চাইলে আবার পোর্টরেইটও (360 x 640 pixels) করতে পারবেন।

তাহলে প্রথমেই সফট্ওয়ারটি ডাউনলোড করুন নিচের লিংকটি থেকেঃ

http://www.mediafire.com/download.php?2ohzsl4zsaoslut

আর হ্যা ইন্সটল করার আগে অবশ্যই সাইন করে নিতে হবে।

আসুন তাহলে জানা যাক সফট্ওয়ারটির ব্যবহারঃ

সফট্ওয়ারটি আপনার সেটে ইন্সটল করে চালু করুন।

উপরের মত একটি স্কিনশর্ট প্রদর্শিত হবে এবং তাতে “Settings” এ ক্লিক করুন।

এবার আপনার সেটটিকে ঘুরিয়ে মানে আড়াআড়ি (ল্যান্ডস্কেপ) করে নিন।

তারপর “Rotation Mode” এ ক্লিক করুন। এবং “Custom List” এ ক্লিক করে “Ok” করুন।

এরপর “Settings” থেকে “Back” করুন।

এবং সবশেষে “Exit” এ ক্লিক করুন।

**********************************************************************************************

ব্যাস এবার আপনার মোবাইলকে কেমন মনে হচ্ছে??? কি N9? নাকি C6 ??? 😀

এখন আপনি মোবাইলটিকে পোর্টরেইট করলেও পোর্টরেইট হবে না। :)উপভোগ করুন।**********************************************************************************************ও হ্যা বলাই তো হয়নি যে আবার কিভাবে পোর্টরেইট অর্থাৎ আগের অবস্থায় ফিরে যাবেন :(আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য তেমন কিছুই করতে হবে না। শুধু যেভাবে ল্যান্ডস্কিপ করলেন সেভাবেই পোর্টরেট করুন। তবুও আমি দেখাচ্ছি কিভাবে আবার পোর্টরেইট করবেন।সফট্ওয়ারটি চালু করুন

তারপর “Settings” এ ক্লিক করুন।

এবার "Rotation Mode" এ ক্লিক করুন।

এখন “Full Auto-Rotation” এ ক্লিক করে “Ok” করুন। তারপর আপনার সেটটিকে পোর্টরেইট করে নিন।

এবার "Back" করুন এবং "Exit" করুন।

ব্যাস আশা করি সব ঠিকঠাকমত বুঝাতে পেরেছি।

*******************************************************

আমার করার সবগুলো টিউন দেখতে “আমার টিউনার পাতা” তে ক্লিক করতে পারেন।

এবং আমার পরবর্তী লেখা গুলি আপনার ই-মেইল-এ পেতে “আমার টিউন আর.এস.এস” এ সাবস্কাইব করতে পারেন।

ফেসবুকে আমিঃ http://facebook.com/crazzzzzzboy

*******************************************************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *