ফেসবুক ব্রাউজ করার জন্য অনেক ব্রাউজার আছে কিন্তু সেগুলা দিয়ে চ্যাট করা প্রায় অসম্ভব ! কিন্তু আজকে আমি আপনাদেরকে জটিলললললল সফট্ওয়ার উপহার দেব । যার মাধ্যমে আপনি আপনার JAVA (প্রতিটি সামবিয়ান মোবাইলই জাভা সাপোর্ট করে) মোবাইল দিয়েই ফেসবুকের বন্ধুদের সাথে চ্যাট করতে পারবেন 😀 । কি খুশিতে নাচতে ইচ্ছা করছে, তাই না? জাভা মোবাইলের জন্য এত সুন্দর পাওয়ারফুল সফট্ওয়ার !!! হ্যা আমার প্রথমে খুশিতে নাচতে ইচ্ছা করছিল 🙂 কিন্তু আব্বু সামনে ছিল 😡 তাই নাচতে পারিনি 🙁 ।
তাহলে প্রথমেই ডাউনলোড করে নিন নিচের লিংকটিকে ক্লিক করে ঃ
http://www.mediafire.com/download.php?qalg2w2f3j7j321
ব্যবহার করবেন যেভাবেঃ
সর্বপ্রথম কম্পিউটার থেকে ফেসবুকে লগিন করুন। তারপর নিচের স্কিনশর্ট এর মত প্রথমে আপনার একাউন্ট সেটিং এ যান।
এবার একটু নিচে গেলেই Account Security নামে একটি অপশন পাবেন। এবার “Send me an email” ও “Send me a text message” অপশন দুইটিতে যদি টিক দেওয়া থাকে তাহলে টিকচিহ্নি গুলি উঠিয়ে দিন। (ব্রিদ্রঃ কারও কারও এ্যাকাউন্টে এই অপশগুলি নাও থাকতে পারে, তবে যদি না থাকে তাহলে কোন সমস্যা নেই)। আর যদি না বুঝেন তাহলে নিচের স্কিনশর্টটিকে অনুসরণ করুন
এবার আপনি আপনার এ্যকাউন্ট থেকে লগআউট করতে পারেন। না করলেও সমস্যা নাই।
এবার আসা যাক সফট্ওয়ারটিতেঃ
মোবাইলে ইন্সটল শেষে সফট্ওয়ারটি চালু করুন।
লগিন স্কিনে আপনার ফেসবুক Username এবং Password দিন। তার “LOGIN” এ ক্লিক করুন।
এখন কিছুক্ষণের মধ্যেই আপনি লগিন হবেন—
এবার দেখুন আপনার বন্ধুরা যারা অনলাইনে আছেন তাদের লিষ্ট (নিচের মত)-
এবার যার সাথে চ্যাট করবেন তার নামে ছোট্ট একটা ক্লিক মারুন। তাহলেই আপনার বন্ধুর সাথে চ্যাটিং শুরু হয়ে যাবে। যেমন আমি অলরেডি লাকি ভাইয়ার সাথে চ্যাটিং শুরু করে দিয়েছি – 🙂 —-
এছাড়াও আপনি চ্যাটিং করার সময় মেনুতে ক্লিক করলে নিচের মত কয়েকটি অপশন পাবেন 🙂 ।
আর মেইন মেনুতে নিচের অপশনগুলি পাবেন–
********************************************************************
এই টিউনটি আজকে আমি আমার হৃদয়ের টুকরা জানের জান প্রাণের প্রাণ “আবিদ সরকার” (আমার ভাগিনা) এর জন্য উৎসর্গ করলাম।
আজ ওর জন্মদিন ! আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। 🙂 ।
*******************************************************************************
আমার সবগুলো টিউন দেখার জন্য উপরে “আমার টিউনার পাতা” তে ক্লিক করেন।
ফেসবুকে আমিঃ http://facebook.com/crazzzzzzyboy
*******************************************************************************
ও হ্যা আমি কিন্তু সম্মেলনে আসছি 🙂 । দোয়া করবেন যেন ভালভাবে পৌছাই। আর যদি কারও মোবাইল বিষয়ক কোন সমস্যা থাকে তাহলে ওইদিন আমি সবার সমস্যার সমাধান করে দিব। (ইনশাআল্লাহ) 🙂 🙂