কিছুক্ষণ আগে আমার ইয়াহু মেইল এ সাইন করলাম। তারপর সাইডে ইয়াহুর দেয়া তাদের নতুন বেটা ভার্সনের এ্যাড দেখলাম। তারপর তাতে ক্লিক করেই আপডেট করে নিলাম আমার ইয়াহু মেইলের ইন্টারফেজটিকে। আমার কাছে অবশ্য ভালই লাগল। তবে আপনাদের কাছে কেমন লাগবে জানিনা। তাই আপনাদের মাঝে শেয়ার করলাম।
এক নজর দেখে নিতে পারেন নতুন ইন্টারফেজটিকেঃ
কি? কেমন লাগছে?
আপনার ইয়াহু মেইলকে আপগ্রেড করার জন্য একাউন্টে সাইন ইন করুন তারপর নিচের লিংকে ক্লিক করুন।
http://in.features.mail.yahoo.com/
এবার নিচে একটু নামলেই নিচের মত এই অংশ পাবেন
ব্যাস এবার TRY IT NOW এ একটা ছোট্ট করে ক্লিক মারুন। তারপর কিছুক্ষণ পরেই দেখতে পাবেন 🙂 ।
**************************************************************************************************
আর হ্যা এই নতুন ইন্টারফেজটি আপনার পছন্দ না হলে আপনি আপনার আগেটাতে আবার ফিরেও যেতে পারবেন। সো নো চিন্তা ট্রাই ইট নাউ 😀 ।
**************************************************************************************************
আমার সবগুলো টিউন দেখার জন্য উপরে “আমার টিউনার পাতা” তে ক্লিক করতে পারেন।
ফেসবুকে আমিঃ http://facebook.com/crazzzzzzyboy
***************************************************************************************************