আজ থেকে মোবাইলের থিম মোবাইল সয়ংক্রিয়ভাবে পরিবর্তন করবে !!!

৪দিন থেকে টিউন করিনি তাই খুব খারাপ লাগছে। কিন্তু কি করার সবারিতো একটু আধটু ব্যস্ততা থেকেই যায়। তো যাইহোক আজকে আমি আপনাদেরকে আর একটি কাজের সফট্ওয়ার উপহার দেব। যার নাম Theme Scheduler । যার মাধ্যমে আপনি আপনার থিমগুলো পরিবর্তন করার ঝামলা থেকে বেচে যাবেন।

এত টাকা দিয়ে মোবাইল কিনে যদি একটু ফ্যাসনই না করলাম তাহলে কি হল। মোবাইলে প্রতিদিন একই থিম দেখতে প্রায় বেশিরভাগ মানুষেরই বোর লাগে। যদিও আমার এই ধরণের মোবাইল নেই। কিন্তু আমি আমার কম্পিউটারের ডেস্কটপের ওয়ারপেপার ৫ দিন পর পর চেন্স করি। আমার অবশ্য ভালই লাগে।

সফট্ওয়ারটি যে যে সেটগুলোর জন্য প্রযোজ্যঃ শুধুমাত্র Symbian Operation System এর S60 V3 এবং S60 V5 ভার্সনের সেটগুলোর জন্য।

প্রথমেই এখানে ক্লিক করে সফট্ওয়ারটি ডাউনলোড করুন।

আসুন জানা যাক সফট্ওয়ারটির সমন্ধেঃ

সফট্ওয়ারটি আপনার মোবাইলে ইন্সটল করার পর এটিকে চালু করুন। নিচের মত একটি উইনডো আসবেঃ

তারপর অপশনে “Options” এ ক্লিক করুন। নিচের মত একটি উইনডো আসবে

তারপর “new” এ ক্লিক করুন। নিচের মত

এবার আপনার পছন্দমত অপশনটি বেছে নিয়ে সেখানে ক্লিক করুন। তারপর আশা করি আপনারা বুঝতে পারবেন কি করতে হবে।

**********************************************************

আমার সবগুলো টিউন দেখার জন্য “আমার টিউনার পাতা” তে ক্লিক করতে পারেন।

ফেসবুকে আমিঃ www.facebook.com/crazzzzzzyboy

**********************************************************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *