উফফ! বড্ড ঠান্ডা পড়েছে আজকে। কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না। কালকে কি আজকের থেকেও বেশি ঠান্ডা পড়তে পারে? কালকে সূর্য উঠার সম্ভাবনা আছে কি? নাকি কালকে ঠান্ডা তুলনামূলক কম হবে? দু’দিন থেকে গোসল হয়নি 😛 আজকের থেকে কালকে বেশি ঠান্ডা হবে কি না জানতে পারলে আজকেই গোসলটা সেরে নিতাম 😀
এই হাড় কাপানী ঠান্ডায় প্রায়ই বেশিরভাগ লোকের এইসব প্রশ্ন মাথায় জাগে। সত্যিই তো প্রশ্নগুলার উত্তর পাওয়া গেলে কতই না ভালো হত !
আজকে আমি আপনাদেরকে এরকমই একটি এপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দিব। যার সাহায্যে আপনি আপনার ফোন থেকেই আজকের, কালকের, পরশুর এবং তরশুরও আবহাওয়া জানতে পারবেন। এপ্লিকেশনটি নাম Handy Weather।
কিছু স্কিনশর্টঃ
উপযোগীতা ও ডাউনলোডঃ
যদিও এপ্লিকেশনটি শুধুমাত্র সিমবিয়ান উপযোগী সেটগুলির জন্য আমার সংগ্রহে আছে, তবে আইফোন কিংবা এন্ড্রয়েড ব্যবহারকারীরা ওইরকমই অন্য এপ্লিকেশনটি ডাউনলোড করতে পারেন।
যারা টাইটেল দেখে মনে করেছিলেন কম্পিউটারের জন্য কোনকিছু, তারা নিচের অংশটি দেখুনঃ
কম্পিউটার থেকে আবহাওয়া দেখার জন্য কোন সফটওয়্যারের প্রয়োজন হয়না। এরজন্য শুধুমাত্র আপনার কম্পিউটারের ইন্টারনেট কানেকশন থাকলেই চলবে।
পদ্ধতিঃ
- প্রথমে http://google.com এর যান
- সার্চবারে Weather লিখে আপনার জেলা শহরের নাম লিখুন (উদাহরণঃ Weather Dinajpur) এবং Search বাটনে ক্লিক করুন
- প্রাপ্ত ফলাফলে আপনার এলাকার আবহাওয়া প্রদর্শিত হবে।
- বিস্তারিত জানতে Detailed forecast থেকে যেকোন একটি লিংক ক্লিক করুন
ঠান্ডা থেকে বাচুন, আবহাওয়া দেখে গোসল করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন 😛
thanks. Nice tune
Boss ami akhane notun…….Kesu problem face korce tar prothom ta holo….Bangla kekte parse na…..Nokia n70 RM84 V..5.0705….Kesu kora jay ke na please dakan……..
নোকিয়া এন ৭০ তে বাংলা লিখতে পারবেন না।