থিম লাগবে থিম ?? কতগুলা? শত শত, হাজার হাজার নাকি লক্ষ লক্ষ !! সকল প্রকার মোবাইলের জন্য আছে। (আমার ৫০তম টিউন)

বিসমিল্লাহহির রহমানির রহিম

আপনাকে স্বাগতম আমার ৫০তম টিউনে। আমি বরাবরই মানে প্রাই বেশিরভাগ টিউনই মোবাইল নিয়ে করি, তাও আবার সবার জন্য নয় তারমধ্যে কিছু সীমাবদ্ধতাও আছে। এজন্য হয়ত আামার প্রিয় টিটির অনেক ব্যবহারকারী/টিউনাররা আমার উপর ক্ষেপে আছে। আমি কোনদিন থিম নিয়ে টিউন করিনি তাছাড়া আর করবো কিনা সন্ধেহ।

যাইহোক তাই আজকে আমি আমার ৫০তম টিউনে আপনাদের সবাইকে এমন একটি ওয়েবসাইটের সন্ধান দেব যাতে আপনি প্রচুর থিম পাবেন তাও আবার আপনার মোবাইলের মডেল অনুযায়ী। আর একটি মজার বিষয় হল আপনি ক্যাটাগরি বেছে নিয়ে থিম পছন্দ করতে পারবেন এমনকি আপনি কোন প্রণেতাকে (author) সিলেক্ট করে শুধু তারই দেওয়া থিম ডাউনলোড করতে পারবেন।

আসুন তাহলে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই ওয়েবসাইটটির সাথেঃ

ওয়েবসাইটটির ওয়েব এ্যাড্রেস ঃ www.onsmartphone.com

ওয়েবসাইটটিতে ঢুকলে উপরে ডান দিকে নিচের মত Phone Selector দেখতে পাবেন যেখানে আপনি আপনার প্রিয় সেটটির মডেল নম্বর সিলেক্ট করে থিম পছন্দ করতে পারবেন।

সাইটটিতে আপনি ৩২টি ক্যাটাগরির থিম পাবেন

প্রণেতাদের তালিকা অনুযায়ীও আপনি থিম বেছে নিতে পারেন

যেভাবে ডাউনলোড করবেনঃ

আপনার পছন্দের থিমটিতে ক্লিক করলে নতুন একটি উইনডো খুলবে যেখানে একটু স্কোল করলে নিচের মত একটা অংশ দেখতে পাবেন। যাতে নিচের মত দুইটি অপশন পাবেন

১। Download theme file > এ ক্লিক করলে সরাসরি আপনার কম্পিউটারে থিমটি ডাউনলোড হবে, এরপর কম্পিউটার থেকে ট্রান্সফার করে মোবাইলে নিয়ে ইন্সটল দিতে হবে।

২। Download this theme directly to your phone > এই অপশনটি নির্বাচন করলে আপনাকে নিচের মত একটি ছোট অংশ দেখতে পাবেন

উপরের ইমেজটি দেখে নিশ্চই বুঝতে পারছেন আপনাকে করতে হবে।

তারপরও বলছি এখানে থিমটির একটি কোড দেওয়া আছে, যেটি আপনি আপনার মোবাইলের ওয়েব ব্রাউজার থেকে m.onsmartphone.com গেলে চাইবে। এখন আপনি যদি ওই কোডটি সেখাবে প্রবেশ করান তাহলে থিমটি সরাসরি আপনার মোবাইলে ইন্সটল হবে।

তবে আমার মতে এত ঝামলা না করে সরাসরি কম্পিউটারে ডাউনলোড দেওয়ার পর মোবাইলে নিয়ে ইন্সটল করাই উত্তম।

এখন আসুন দেখা যাক কি কি মোবাইলের জন্য ওয়েবসাইটটিতে থিম পাবেন।

বড় করে দেখার জন্য ইমেজটিতে ক্লিক করুন

এছাড়াও সাইটটি প্রতিনিয়ত নতুন নতুন সেটের জন্য থিম আপডেট করে।

*******************************************************

Nokia E65 এবং অন্য smartphone গুলির মালিকদের জন্য বলছি যেগুলি Series60 3rd Edition! নির্ভরশীল

যখন আপনারা এই ওয়েবসাইট থেকে থিম ডাউনলোড করে ইন্সটল করবেন, তখন আপনারা হয়ত “Certificate Error” বা এইধরণের কোন প্রকার মেসেজ দেখতে পারেন যেটির কারণে আপনাদের মোবাইলে এই থিমগুলি ইন্সটল নেবে না।

এই সমস্যা থেকে বাচার জন্য স্পিমপ্লি নিচের ৩টি নিময় পালন করুন।

ব্যাস ! শুধু এই টুকু কষ্ট করলেই সব ভ্যাজাল শেষ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *