মোবাইলের ডিসপ্লেকে এল.ই.ডি (LED>Light Emitting Diode) হিসেবে ব্যবহার করুন। ফিলিং ষ্টেশন এর ডিজিটাল মিটারগুলোর ডিসপ্লের মত। (TouchTune)

মজা করার জন্য সফট্ওয়ারতো অনেক রকমেরই দেখেছেন কিন্তু আজকে আমি আপনাদেরকে অন্য একটি মজার সফট্ওয়ার উপহার দিচ্ছি। সফট্ওয়ারটির নাম LED It। এটির সাহায্যে আপনি আপনার মোবাইলের ডিসপ্লেকে LED (Light Emitting Diode) হিসেবে ব্যবহার করতে পারবেন।

***************************************************

প্রথমেই এখানে ক্লিক করে সফট্ওয়ারটি ডাউনলোড করুন

***************************************************

তাহলে এক ঝলক দেখা যাক ‌এটি কেমনঃ

প্রথমে সফট্ওয়ারটি আপনার মোবাইলে ইন্সটল করার পর সফট্ওয়ারটিকে চালু করুন।

চালু করার পর উপরের স্কিনশর্টটির মত মধ্যখানে একটি বক্স দেখতে পাবেন। বক্সটিতে ক্লিক করে কোন কিছু লেখুন। তারপর Left Areo (বাম দিকের তীর চিহ্নের) আইকোনটিতে ক্লিক করুন। আমি টেকটিউনস লিখেছিলাম তাই নিচের মত দেখাচ্ছে।

এখান আপনার ডিসপ্লে ফিলিং ষ্টেশনের ডিসপ্লের মত লেখাটিকে চলাচল করাবে।

এছাড়াও আপনি নিচে চারটি বিল্ডইন অপশন দেখতে পাবেন। এগুলোতে ক্লিক করলেই বুঝতে পারবেন। এগুলি কি রকম।

যেমন ধরুন আমি টাইম (সময়) এর আইকোনটিতে ক্লিক করেছি। নিচের মত দেখাবে

ব্যাস ! এই হয়ে গেল আপনার Light Emitting Diode ডিসপ্লে।

 

LED দিয়ে কিছু তৈরীকৃত বস্তু/সৃষ্টি:

এল,ই,ডি ফ্যান
Greenpix Solar wall (China, Beijing)
Bright Led Glove
Led Flower
Led Bulb

************************************END***************************************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *