আজকে আমি আপনাদেরকে আরো একটি সেরা জিনিস উপহার দেব। যেই সফট্ওয়ার সাহায্যে আপনি আপনার মোবাইলের ডেস্কটপে সুন্দর একটি ঘড়ি যুক্ত করতে পারবেন। এবং এটি আপনার ডেস্কটপের পছন্দমত জায়গায় রাখতে পারবেন।
আসুন তাহলে দেখা যাকঃ
প্রথমেই সফট্ওয়ারটি এখানে ক্লিক করে ডাউনলোড করুন।
[ইন্সটল করার জন্য সাইন করতে হবে সাইন করার জন্য এখানে ক্লিক করুন (নিজে নিজে করার জন্য)
অথবা www.mobileapplicationsigner.blogspot.com (টাকার বিনিময়ে করার জন্য]
তারপর মোবাইলে এটিকে ইন্সটল করুন এবং ইন্সটল শেষে এটিকে রান করুন।
তারপর আপনি নিচের মত একটি উইনডো পাবেন যাতে চারটি ঘড়ি দেখতে পাবেন।
এরপর আপনার পছন্দের ঘড়িটিকে ক্লিক করুন।
তারপর আপনার ডেস্কটপের কোন জায়গায় ঘড়িটিকে বসাবেন সেটি সেট করুন। এটি করার জন্য Options > Settings > Set Position এ ক্লিক করুন।
নিচের মত একটি উইনডো আসবে
এখন ঘড়িটিকে ক্লিক করে টেনে পজিশন সেট করে দিন। তারপর Ok তে ক্লিক করুন।
এখন আপনার ডেস্কটপে নিচের মত একটি সুন্দর এনালক ঘড়ি দেখতে পাবেন।
কেমন লাগলো??