পেইন্ট (Paint) করুন মোবাইলে। Paint Pad ও Paint Studio দিয়ে। (TouchTune)

আজকে আমি আপনাদেরকে দুইটি সুন্দর সফট্ওয়ার উপহার দেব। সফট্ওয়ার দুইটির নাম Paint Pad ও Paint Studio। দুইটি সফট্ওয়ারই আমার কাছে ভাল লেগেছে। টাচ মোবাইলগুলোর সফট্ওয়ারগুলি বেশিরভাগই মজা করার জন্য তৈরী করা হয়।

কাজের ফঁাকে যখন আপনি আপনার প্রিয় টাচ মোবাইলটি পকেট থেকে বের করেন, একটু ক্লান্তি দুর করার জন্য, তখন আপনাকে হয়ত এই দুইটা সফট্ওয়ার কাজে লাগতে পারে। তবে এই সফট্ওয়ারগুলির সবটাই যে অকাজের তা না। কারণ এটি দিয়ে অনেক ছোট ছোট কাজ সারতে পারবেন।

সফট্ওয়ার গুলি সমন্ধে কিছুই বলার নেই কারণ এগুলি ব্যবহার করা অত্যান্ত সহজ এবং সহজবোধ্য।

আসুন তাহলে দেখা যাক সফট্ওয়ারগুলির কিছু স্কিনশর্টঃ

প্রথমেই Paint Studioঃ

*********************************************

**********************************************

পেইন্ট স্টুডিও ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন

********************************************************

এবারে Paint Padঃ

*************************************************

***********************************************

পেইন্ট প্যাড ডাউনলোড করুন এখানে ক্লিক করে।

***********************************************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *