আপনার মোবাইলের র‍্যাম (Ram>Random Acsess Memory) পরিস্কার করুন। ছোট্ট একটি সফট্ওয়ার দিয়ে। শুধুমাত্র S60 V3 এবং V5 ভার্সনের সেটগুলোর জন্য।

আজকে আমি আপনাদেরকে একটি অত্যান্ত কাজের সফট্ওয়ার উপহার দেব। যার নাম RamBlow। এই সফট্ওয়ারটির মাধ্যমে আপনি আপনার মোবাইলের র‍্যাম পরিস্কার করতে পারবেন।

সফট্ওয়ারটি সম্পর্কে বেশি কিছু বলছি না কারণ এটির ব্যবহার আপনার মোবাইলে ইন্সটল করলেই বুঝতে পারবেন।

সফট্ওয়ারটি চালু করলে নিচের মত উইনডো দেখতে পাবেন।

Cleanup অপশনটিতে ক্লিক করলে আপনার র‍্যাম সাথে সাথেই পরিস্কার হয়ে যাবে। অথবা আপনি ক্লিনআপ না করলেও অটোমেটিক ১ ঘন্টা পরপর (পরিবর্তন করতে পারেন) এটি আপনার মোবাইলের র‍্যাম পরিস্কার করে দেবে। এছাড়াও সফট্ওয়ারটির অপশনে গেলে কিছু এক্সট্রা অপশন পাবেন নিচের মত

এখান থেকে আপনার “Restart Phone” অপশনটা বেশ কাজে লাগবে। কারণ এখানে ক্লিক করলে আপনার সেটটি রিস্টাট হবে।

সবকিছুই তো জানা গেল এবার এখানে ক্লিক করে ডাউনলোড করুন

তবে হ্যা সফট্ওয়ারটি ক্রাক করা তাই ইন্সটল করার আগে অবশ্যই সাইন করে নিতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *