মোবাইলের সফট্ওয়ার এর জগতে কত রকমেরই না সফট্ওয়ার আছে তার মধ্যে আমি আজ আপনাদেরকে আরও একটি সুন্দর সফট্ওয়ার উপহার দেব। যেটা আপনার মোবাইলের ডিফল্ট ফন্টকে পরিবর্তন করে দেবে। সফট্ওয়ারটি বিনামূলে পাওয়া যায় না তাই একটু সিস্টেম করে ব্যবহার করতে হবে। এটির দাম আমার সঠিক জানা নেই তবে ৩৭টি প্রিমিয়াম ফন্টসহ আপনার ৫০ ডলারের মত খরচ হতে পারে। এটি নোকিয়ার S60 V3 এবং V5 ভার্সনের সেটগুলোতে ব্যবহার করা যাবে। আর যারা অন্য ব্রান্ড ব্যবহার করেন কিন্তু সামবিয়ান সাপোর্ট করে তারাও চেষ্টা করে দেখতে পারেন।
তো আর দেরি কিসের এবার তাহলে জানা যাক কিভাবে এটি বিনামূলে ব্যবহার করা যাবেঃ
প্রথমে নিচের লিংকগুলি থেকে আপনার ভার্সন অনুযায়ী ডাউনলোড লিংকে ক্লিক করুনঃ
*। http://www.mediafire.com/download.php?bjn8lcms7rfefoe (শুধুমাত্র S60 V3 এর সেটগুলোর জন্য)
*। http://www.mediafire.com/download.php?b29mdt49dpbyfit (শুধুমাত্র S60 V5 এর সেটগুলোর জন্য)
ডাউনলোড শেষ হয়ে গেলে মোবাইলে এটি ইন্সটল করুন। তারপর এটিকে চালু করুন। নিচের মত একটি উইনডো আসবে।
এখন Get Started এ ক্লিক করুন। তারপর নিচের মত একটি উইনডো আসবে।
সফট্ওয়ারটিতে তিনটি ফন্ট দেওয়া আছে তাও আবার তিনটার তিনটাই ট্রাইল। শুধুমাত্র তিনদিনের জন্য।
ফন্টগুলোকে প্রিমিয়াম অর্থাৎ ফুল ভার্সনের করতে চাইলে নিচের দেওয়া লিংকটিকে ক্লিক করুন।
http://www.mediafire.com/download.php?uphnurn1wv8icl7
এখানে আপনি সফট্ওয়ারটিতে দেওয়া ৩টি ফন্টসহ মোট ৩৭টি ফন্ট ইন্সটল করার ফাইল পাবেন। এবং সবচেয়ে মজার ব্যপার হল এই ৩২ টি ফন্টের মধ্যে প্রতিটি ফন্টই কিন্তু প্রিমিয়াম অর্থাৎ ফুল ভার্সনের।
এখন প্রতিটি ফাইলই অর্থাৎ ফন্টগুলি এক এক করে ইন্সটল করুন। তাহলেই দেখতে পারবেন কোনটার স্টাইল কেমন।
ইন্সটল শেষে আবারও সফট্ওয়ারটি চালু করুন এবং সেখানে আপনি ৩২টি ফন্ট দেখতে পাবেন। আর একটা জিনিস লক্ষ্য করুন সেটা হল সফট্ওয়ারটিতে যেই ৩টা ফন্ট আগেথেকেই দেওয়া ছিল সেগুলোতে কিন্তু ট্রাইল লেখা ছিল। কিন্তু এখন দেখেন একটাও সামনে ট্রাইল লেখা দেখতে পাবেন না। কারণ এখন আপনার সব ফন্টই প্রিমিয়াম অর্থাৎ ভুল ভার্সনের। তাও আবার আনলিমিটেট মেয়াদের।
এবার আপনার পছন্দের ফন্টটিকে ক্লিক করুন, তাহলে একটি নতুন উইনডো আসবে আর সেখানে আপনাকে ফন্টটির প্রিভিউ দেখাবে এবং পরবর্তিতে use this font এ ক্লিক করুন। নিচের স্কিনশর্টটির মত
এবার আপনাকে আপনার মোবাইলকে পূনরায় চালু অর্থাৎ রিষ্টাট করতে বলবে। তাই তাড়াতাড়ি সফট্ওয়ারটা Exit করে আপনার মোবাইটিকে রিস্টাট করুন আর দেখুন আপনার মোবাইলের চেহারা পাল্টে গেছে। নিচের স্কিনশর্টা দেখুনতো কেমন লাগে।
যেমন আমি Zapf Chancery নামের ফন্টটি ব্যবহার করেছি তাই আমারটি উপরের স্কিনশর্টটির মত দেখাচ্ছে।