ইন্টারনেটে তথ্য খোঁজার জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল এবং সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের মধ্যে ভার্চুয়ালজগতের নেতৃত্ব দখলের যুদ্ধ শুরু হয়েছে! সাম্প্রতিক সময়ে ইন্টারনেট দুনিয়ার দুই সেরার নানা ধরনের কার্যক্রমে তা-ই মনে করছেন বিশেষজ্ঞরা। ফেসবুকের মতোই গুগল একটি সামাজিক যোগাযোগের সাইট তৈরি করবে বলে খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এ যুদ্ধ প্রকাশ্যে চলে আসে। আর এ খবরে ফেসবুক নিজেদের ব্যবহারকারীদের বিনা মূল্যে ই-মেইল সেবা দেওয়ার খবরও পাওয়া গেছে। এ জন্য ফেসবুক কতৃপক্ষ fb.com নামে ডোমেইনও কিনেছে বলে জানা গেছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে গুগলের মোবাইল পণ্য উন্নয়ন বিভাগের প্রধান হুগো বারা বলেন, গুগল নতুন একটি সামাজিক যোগাযোগের সাইট তৈরির কাজ করছে। তিনি বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগের মাধ্যমে নানা ধরনের কার্যক্রম এগিয়ে যাচ্ছে। হুগো বারার এ বক্তব্যের পরই ফেসবুক গুগলের জনপ্রিয় ই-মেইল সেবা জিমেইলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে বিনা মূল্যে গ্রাহকদের ই-মেইল সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। তবে দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকেই এসব খবরের ব্যাপারে সঠিকভাবে কিছু জানা যায়নি।
বিশেষজ্ঞদের মতে, ইন্টারনেট দুনিয়ার নেতৃত্ব দখলের ক্ষেত্রে নানা ধরনের সেবার মাধ্যমে জয়ী হওয়ার চেষ্টা করছে প্রতিষ্ঠান দুটো। কারণ বর্তমান বাজারে এ খাতে বিনিয়োগ ও আয়—দুটির পরিমাণও অনেক বেশি। তাই কর্তৃত্ব করার সুযোগ নিতে চাইছে প্রতিষ্ঠান দুটোই। তবে এ ধরনের লড়াইয়ের ক্ষেত্রে সাধারণ ব্যবহারকারীরা সুবিধা ভোগ করবেন বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। —রয়টার্স অবলম্বনে নুরুন্নবী চৌধুরী
প্রথম আলো থেকে নেয়া।