নোকিয়ার S60 V3 ও V5 সেটগুলোতে অপ্রয়নীয় কল Block ব্লক করুন “Advanced Call Manager” দিয়ে

Call Manager
Advanced Call Manager – একমাত্র সেরা সফট্ওয়ার যেদির দ্বারা আপনি কলারের কলকে (SMS, mute, reject, accept, greet, divert) বিভিন্নভাবে নিয়ন্ত্রন করতে পারবেন। যখন আপনি খুব ব্যাস্ত থাকবেন তখন এটির অনেক সুবিধাসম্মত অপশনগুলি সাহায্যে আপনি কলগুলোকে খুব সহজেই নিয়ন্ত্রন করতে পারবেন।

সফট্ওয়াটির কাজঃ

Advanced Call Manager -এর দ্বারা আপনি আপনার phone book কাষ্টম লিস্ট তৈরী করতে পারবেন যেমন Black (যাদের ডিস্টাবকে আপনি পছন্দ করেন না), White list (প্রয়োজনীয় লোক যাদেরকে আপনি চেনেন বা যাদের কলে আপনার বিরক্তিবোধ হয় না) অথবা যেকোন কাস্টম লিষ্ট (একটি খুবই দরকারী গ্রুপ এটি হতে পারে আপনার পরিবারের লোকজন। যাকে আপনি পারসোনাল মেসেজ পাঠাতে চান যখন আপনি মিটিং এ থাকেন)। এই এপ্লিকেশনটি মাধ্যমে আপনি বিভিন্ন রকমের গ্রুপ তৈরী করে তাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে পারেন – আপনি accept, reject, divert calls, personalized SMS পাঠাতে পারেন, বিভিন্ন রকমের শব্দ অথবা রিংগার mute করে রাখতে পারেন। SMS এর মাধ্যমে আপনি বিভিন্ন গ্রুপকে আপনার ইচ্ছামত মেসেজ অথবা অন্য কোন শব্দ সেট করে রাখতে পারবেন।

এই Advanced Call Manager-টির দ্বারা আপনি নিচের কাজগুলি করতে পারবেনঃ

* সব কল গ্রহণ করতে পারবেন। (যখন সফট্ওয়ারটি চালু থাকবে না)
* সব কল Reject করতে পারবেন।
* শুধুই ফোনবুকের নম্বরগুলি গ্রহণ করতে পারবেন।
* black list থেকে কল রিজেক্ট করতে পারবেন। (আপনি যেই নম্বরগুলির তালিকা দিয়ে রাখবেন)
* white list থেকে কল গহণ করতে পারবেন। (আপনি যেই নম্বরগুলির তালিকা দিয়ে রাখবেন)
* Reject all personal (e.g. send SMS to your wife or girlfriend if she calls)

তাছাড়াও আপনি নিম্নোক্ত ফিচারগুলি চালু করতে পারবেনঃ

* Reject hidden callers (you can avoid people whose numbers cannot be retrieved)
* Accept hidden callers

Reject-call actions অপশনটির মাধ্যমে আপনি নিম্নোক্ত সুবিধাগুলি পছন্দ করতে পারবেন:

* Send busy tone
* Reply by SMS
* Divert calls
* Play personalized greeting (শুধু নোকিয়া সেটের জন্য প্রযোজ্য)
* Mute the ringer

সফট্ওয়ারটির আসল গুনঃ

* Ultra fast searching algorithm recognizes the remote caller within a part of the second
* Convenient management of all incoming calls
* Auto run at power-on feature
* Status indicator of the program activity
* Tight integration with the contacts from the phone book
* Profiles management: You can save/load your current ACM configuration. ACM Profiles includes your active mode, hidden callers mode and the default action.
* Profile schedule: You can schedule your custom configuration according to specified time.
* Profiles localization: You can localize your custom configuration according to your current Cell Id.

ভাষা: Advanced Call Manager সফট্ওয়াটি English, French, Italian, German, Spanish এবং Bulgarian ভাষায় ব্যবাহার করতে পারবেন।

এই সফট্ওয়ারটি নোকিয়ার s60v3 এবং s605 সেটগুলোতে সাপোর্ট করে‍ঃ

যেমনঃ

Nokia: 5230, 5233, 5235, 5530, 5800, C6, N97, N97 Mini, X6 এবং S60V3 -এর প্রায় সেটগুলোতেই কাজ করবে।

Samsung: GT i8910 Omnia

Sony-Ericsson: U1 Satio, U5 Vivaz, U8 Kanna

এই সফট্ওয়ারটি একদম ফুল ভার্সন তাই এ্যক্টিভেট করার কোন প্রয়োজন নেই, আর যদিও কোন কোড চায় তাহলে যেকোন ভূয়া কোড দিয়ে রেজিষ্ট্রেশন করুন।

Download করুন এখান থেকে

আর হ্যা এই সফট্ওয়ারটি ইন্সটল করার আগে আপনাকে সফট্ওয়ারটিকে সাইন করতে হবে।

*********************আমার সবগুলো টিউন দেখতে এখানে টোকা মারুন*************************আমার ইমেইল- ‍saiful@bismillah.com

ফেসবুক ঃ www.facebook.com/crazzzzzzyboy

 
Nokia X6
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *