আপনার প্রিয় টিউনে সুন্দর একটি প্রিভিউ থাম্বনেইল যুক্ত করুন

প্রিভিউ থাম্বনেইল কি ?

একটি টিউনের মান নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপরে। তবে তার মধ্যে অন্যতম একটি অংশ হল টিউনের জন্য সুন্দর একটি “প্রিভিউ থাম্বনেইল” যুক্ত করা। টেকটিউনস্ – এর হোমপেজ অর্থাৎ প্রথম পাতায় যে টিউনগুলি থাকে তার বাম পাশে ছোট্ট একটি ইমেজ থাকে। মূলত সেটাকেই প্রিভিউ থাম্বনেইল বলা হচ্ছে। আপনার টিউনের বিষয়বস্তুর উপর নির্ভর করে এই ইমেজটি (150 x 150) নির্বাচন করতে হয়। যাতে পাঠকরা আপনার টিউনের প্রতি আকৃষ্ট হয়।

তাই আপনার টিউনটি মানসম্পন্ন করার জন্য টিউনে সুন্দর একটি প্রিভিউ থাম্বনেইল যুক্ত করা অপরিহার্য ।

টিউনের প্রিভিউ থাম্বনেইল যুক্ত করার জন্য নিচের পদ্ধতিটি অবলম্বন করুনঃ

প্রথমে আপনি আপনার টিউনের বিষয়বস্তুর উপর নির্ভর করে একটি ইমেজ পছন্দ করুন। তারপর টিউনে যেভাবে ইমেজ যোগ (Upload) করেন ঠিক সেইভাবেই টিউনে ইমেজ যোগ করুন।

তারপর টিউন ইমেজ বক্সটির নিচে এসে নিচের স্কিনশর্ট এর মতো Use as featured image এ ক্লিক করুন।

এবার টিউন ইমেজ “Tune Images” বস্কটির ডান দিকে দেখুন আপনার দেওয়া ইমেজ টি “Featured Image” হিসেবে নির্বাচিত হয়েছে।

সবশেষে আপনার টিউনটি “প্রকাশ” করুন।

টিউনটি প্রকাশিত হলে প্রথম পাতায় গিয়ে দেখুন আপনার টিউনটির থাম্বনেইল হিসেবে ওই Featured ইমেজটি প্রিভিউ হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *