সম্প্রতি গুগল তাদের প্রডাক্ট গুগল ক্রোম এর নতুন ভার্সন বের করেছে। Chrome 6 এর শুধুমাত্র ৬ সপ্তাহ পর Chrome 7 এর আগমন। গুগল সিদ্ধান্ত নিয়েছে তারা Chrome 7 এর finale version টি Windows, Mac OS X এবং Linux জন্য দেবে।
এই নতুন ভার্সনটি সামান্য কতকগুলো নতুন ফিচারে সমৃদ্ধ, Google বলেছে নতুন এই stable version ভার্সনে Google Chrome নিম্নক্ত বিষয়গুলি যোগ করেছে:
১। hundreds of bug fixes
২। Mac OS X এ AppleScript এর সম্পূর্ণ সাপোর্ট।
৩। a better support of HTML5 with a new parsing algorithm
৪। File API support
৫। a new dialog for managing blocked cookies in bulk
ইত্যাদি. (আরও জানতে, এখানে ক্লিক করুন)
গুগল ক্রোমের এই নতুন ভার্সনটি ডাউনলোড করার জন্য আপনি এর অফিসিয়াল ওয়েবসাইটে অথবা
Windows -এর জন্য এখানে ক্লিক করুন
Mac OS X এর জন্য এখানে ক্লিক করুন
আর সবশেষে Linux এখানে ক্লিক করুন
তো ডাউনলোড করুন আর শুরু করে দিন ইন্টারনেট ব্রাউজিং গুগল ক্রোম 7 এর নতুন ভার্সনের সঙ্গে।