Avast তাদের নতুন প্রডাক্ট Avast Internet Security -তে যোগ করেছে নতুন নতুন ফিচার। আর তার মধ্যে একটি অন্যতম হল সাইট ব্লক করা। এই ফিচারটির মাধ্যমে আপনি যে কাউকে উল্লেখিত সাইটে ভিজিট করা থেকে বিরত রাখতে পারবেন।
এজন্য আপনাকে নিচের নিয়মগুলি অনুসরণ করতে হবে।
১। স্টাটাস বারের ডানদিকে Avast এর
আইকোনটিতে ডাবল ক্লিক করুন।
২। এরপর ANTISPAM & BLOCKERS ট্যাব থেকে Site Blocking এ ক্লিক করুন।

৪। সবশেষে যেকোন ইন্টারনেট ব্রাউজারে ঢুকে ওই ওয়েবসাইটটিতে ঢুকার চেষ্টা করুন
এখন দেখুন উপরের স্কিনশর্টের মত একটি উইনডো আসেছে।
আর হ্যা সাভিসটি বন্ধ করার জন্য পূণরায় Enable Site Blocking এর চেকবক্স থেকে টিক চিহ্নটি উঠিয়ে দিতে হবে।








