মাইক্রোসফট্ অফিসের ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট ও এক্সেল এর ফাইলগুলি দেখুন Quickoffice সফট্ওয়ারটির দ্বারা নোকিয়ার S60V5 ভার্সনের সেটগুলোর জন্য।

আমি আপনাদেরকে আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ সফট্ওয়ার দেব। তার নাম Quickoffice। এই সফট্ওয়ারটির দ্বারা আপনি মাইক্রোসফট্ অফিসের ডোকুমেন্ট, এক্সেল এবং পাওয়ারপয়েন্ট ফাইল তৈরী, সম্পাদনা ও দেখতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয়টি হল আমার প্রদত্ত ভার্সসনটিতে মাইক্রোসফট্ অফিস 2007 ও 2010 সহ পুরোনো সব ভার্সগুলির ফাইলসহ সাপোর্ট করে। তৈরী এবং সম্পাদনা করার জন্য এটিতে কিনতে হয় কিন্তু আমি আপনাদেরকে এটির ফুল ভার্সন দেব। তবে ফুল ভার্সন ব্যবহার করার জন্য নিজের সবগুলি কাজ ঠিকমত সম্পন্ন করতে হবে। আর যদি ট্রাইল ব্যবহার করতে চান তাহলে লিংক দেওয়া আছে ডাউনলোড করে নিবেন। ট্রাইল ভার্সনটিতে শুধু ফাইলগুলি দেখা যাবে কিন্তু এডিড বা নতুন কোন ফাইল তৈরী করতে পারবেন না।

যারা ঝামলা না করে ট্রাইল ব্যবহার করতে চান তারা নিচের লিংকটিতে ক্লিক করুন।

http://support.quickoffice.com/downloads/S60/QO/6_2/S6050/SA_PRO_EFIGS_QO_6.2.240_AM_S605.0.sis

ফুল ভার্সন এর জন্য ডাউনলোড করে নিন ‍ঃ

1। http://www.mediafire.com/?tna2dty1qiy

2। http://www.mediafire.com/?lztdainvhyz

আসুন তাহলে দেখা যাক ফুল ভার্সন ব্যবহার করার জন্য কিভাবে সফট্ওয়াটি ইন্সটল করতে হবে।

1। উপরের দেওয়া লিংকগুলি থেকে প্রতিটি সফট্ওয়ার ডাউনলোড করে সাইন করতে হবে (আপনার সেটটি হ্যাক করা থাকলে সাইন করার প্রয়োজন নেই।)

** http://techtunes.com.bd/mobileo/tune-id/35781/ (সফট্ওয়ার সাইন করার জন্য)

** http://techtunes.com.bd/mobileo/tune-id/33596/ (হ্যাক করার জন্য)

2। তারপর প্রথম এটাচমেন্ট থেকে Quickoffice -এর 4 নম্বর Version – টি Install করুন।

3। Version 4 ইন্সটল করার পর আপনাকে version 6 টাও ইন্সটল করতে যা আমার ওই Attachment টাতেই দেওয়ার আছে।

4। 2 নম্বর লিংকটি থেকে আবার আপনাকে version 6.02 টি ইন্সটল করতে হবে। তানাহলে মাইক্রোসফট্ অফিস 2007 ও 2010 এর ফাইল সাপোর্ট করবে না। এবং ফুল ভার্সনও হবে না।

5। উপভোগ করুন।

সফট্ওয়াটির স্কিনশর্ট দেওয়‍ার কোন প্রয়োজন মনে করলাম না তাই কোন স্কিনশর্ট দেওয়া হল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *