আর হ্যাক নয় এখন সাইন (sign) করেই সফট্ওয়ার ঢুকান নোকিয়ার S60 V3 ও V5 সেটগুলোতে!!

আপনি যদি নোকিয়া ব্রান্ডের কোন মোবাইল ফোন ব্যবহার করে থাকেন তাহলে আপনি হয়ত জানেন যে তাদের সেটে সফট্ওয়ার, গেম বা থিম ঢুকানোর আগে সেগুলোকে সাইন করে ঢুকাতে হয়। আর আজকে আমি সেই পদ্ধতি নিয়েই আপনাদেরকে এই টিউনটি উপহার দেব। তাই এই সহজ কাজটি করার জন্য নিচের স্ক্রিনসটসহ নিয়মগুলি ফলো করেন তাহলেই নোকিয়ার যেকোন সফট্ওয়ার সাইন করতে পারবেন।

আসুন তাহলে দেখা যাক কিভাবে নোকিয়ার S60 V3 ও V5 সেটে সফট্ওয়ার সাইন করে ঢুকাতে হয়।

Screenshot 1
Screenshot 1

http://cer.opda.cn/en/. – এ যান এবং Register করে Login করুন।

Screenshot 1
Screenshot 2

login করার পর “Apply cer” এ ক্লিক করুন। উপরের “Screenshot 2″ দেখুন.

Screenshot 1
Screenshot 3

এখন যে ফরমটি দেখাবে সেটিকে পূরণ করুন “Screenshot 3″ এর মত করে. আপনার মোবাইলে *#06# চেপে আপনার IMEI নম্বরটি বের করুন এবং যথাস্থানে এটিকে লিখুন। এই application form – টি submit করার পর আপনাক ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে।

Screenshot 1
Screenshot 4

পরেরদিন আপনি লগিন করার পর “Signing Softs” -এ ক্লিক করুন যা উপরের স্কিনশটে দেখানো হয়েছে। পাতাটির নিচে চলে যান যেখানে আপনি আপনার ফাইটি সাইন করার জন্য upload অপশনটি পাবেন।

Screenshot 1
Screenshot 5

এখান থেকে আপনি unsigned সফট্ওয়ারটি Browse করে দিন। তারপর যেকোন Remark লিখুন এবং “Submit and Upload” বাটনে ক্লিক করুন।

Screenshot 1
Screenshot 6

অবশেষে সফট্ওয়ারটি সাইন হলে Download বাটনে ক্লিক করুন। আর ইচ্ছামত সফট্ওয়ার ইন্সটল করুন।

 

বিঃদ্রঃ এই পদ্ধতিটি নোকিয়ার S60 V3 ও V5, যেমনঃ নোকিয়া 5230, 5233, 5530, 5800, x6, x3, n97, n95, n81, n73 ইত্যাদি সেটগুলো সহ সবগুলোতেই খাটবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *