১ কোটি+ প্রযুক্তিখোরদের মধ্যে অনেক প্রযুক্তিখোরই আছে যারা টেকটিউনস এ কোন মন্তব্যে জন্য বা অন্য কোন কারণে লগিন করতে চাইলেও লগিন করতে পারেন না ! যদিও দেখা যায় সফলভাবেই লগিন হয়েছে ! কিন্তু মূলত পরোক্ষভাবে লগিন হলেও প্রত্যক্ষভাবে লগিন হয়নি !
কেন এই সমস্যা?
অনেকের মধ্যে এটা অনেক কৌতুহলী ব্যপার যে, আজব তো ! লগিন করলামও তবুও দেখাচ্ছে লগিন করিনি ! অনেকেই আবার এটা টেকটিউনস এর একটা বাগ উল্লেখ করে অভিযোগও করেন। টেকটিউনস ডেস্ক এ খোজ করলেই এ সমন্ধে বেশ কয়েকটি ফিডব্যাক পাওয়া যাবে। যাহোক, সমস্যাটি সাধারণত ব্রাউজার ক্যাশিং (Cache) এর কারণে হয়। ব্রাউজার ক্যাশ সাধারণত সাইট দ্রুত লোড করার জন্য চালু রাখা হয়। এটি করার জন্য বিভিন্ন প্রকার প্লাগিন (ওয়ার্ডপ্রেস) বা ওয়েব সফটওয়্যার এর ব্যবহার করা হয়। সাইট দ্রুত লোড হওয়ার জন্য সাধারণত প্রায় প্রতিটি ওয়েব ডেভলপারই সাইটের ক্যাসিং ব্যবস্থা চালু রাখেন !
টেকটিউনসও তার ব্যতিক্রম নয়। টেকটিউনস Memcached নামক একটি জনপ্রিয়, ফ্রী এবং ওপেনসোর্স সিস্টেম ব্যবহার করে। সেজন্য আপনারা হয়ত লক্ষ্য করে থাকবেন যে, টেকটিউনস অন্যান্য যেকোন সাইটের থেকে খুব দ্রুত লোড হয়। এছাড়া টেকটিউনস এ সারাদিন প্রচুর ভিজিটরের জন্য টেকটিউনস এর ডাটাবেজে প্রচুর চাপ পড়ে। তাই ডাটাবেজের এই প্রচুর চাপ কমাতেও ক্যাশিং সিস্টেম ব্যবহার করা হয়।
সহজ সমাধান
সমস্যাটি শুনতে বা আচ করতে একটু কঠিন মনে হলেও আসলে কিন্তু এর সমাধান খুবই সহজ। কোন কারণে কখনো এই সমস্যায় পড়ে থাকলে শুধুমাত্র আপনার ব্রাউজারের ক্যাশ পরিস্কার করে নিতে হবে। প্রযুক্তিপ্রেমীদের অনেকেই হয়ত জেনে থাকবেন কিভাবে ব্রাউজারের ক্যাশ পরিস্কার করতে হয়। তবুও নতুনদের জন্য অথবা যারা ব্রাউজারের ক্যাশ কিভাবে পরিস্কার করতে হয় জানেন না, তাদের জন্য নিজে জনপ্রিয় দুটি ব্রাউজারের পদ্ধতিটি দেয়া হল।
গুগল ক্রোমঃ
গুগলক্রোমে ব্রাউজার ক্যাশ পরিস্কার করা অত্যান্ত সহজ ! ব্রাউজার ক্যাশ পরিস্কারের জন্য আপনার কিবোর্ড থেকে CTRL+F5 চাপ দিন! ব্যাস ক্যাশ পরিস্কার হয়ে যাবে ! যদি একবারেই না হয় তাহলে বেশ কয়েকবার চাপুন। ব্যাস ! ক্যাশ পরিস্কার হয়ে যাবে। এবার লগিন করার চেষ্টা করে দেখতে পারেন। আশা করি লগিন করতে পারবেন। নাহলে নিচে পদ্ধতি অনুসরণ করুন। কিবোর্ড কী ছাড়াও ম্যানুয়ালী অপশন থেকেও ক্যাশ পরিস্কার করা যাবে এরজন্য
১.১। প্রথমেই গুগলক্রোমের Settings এ গিয়ে নিচে স্ক্রোল করে Show Advanced Settings… এ ক্লিক করুন।
১.২। এরপর Privacy অংশ থেকে Clear Browsing Data তে ক্লিক করুন
অথবা
১। ব্রাউজারের এড্রেস বারে chrome://settings/clearBrowserData লিখে এন্টার চাপুন
২। Obliterate the following items from: থেকে the beginning of time সিলেক্ট করুন।
৩। Empty the cache এ টিক দিন (সাধারণত টিক দেয়াই থাকে) এবং বাকিগুলির টিক চিহ্ন উঠিয়ে দিন।
৪। সবশেষে Clear Browsing Data বাটনটিতে ক্লিক করুন !
মজিলা ফায়ারফক্সঃ
গুগল ক্রোমের মত মজিলা ফায়ারফক্সেও ব্রাউজার ক্যাশ পরিস্কার করা অত্যান্ত সহজ। প্রথমেই কিবোর্ড থেকে CTRL+F5 চাপুন। একবারে না হলে বেশ কয়েকবার চাপুন। ব্যাস ক্যাশ ক্লিয়ার হয়ে যাবে। এখন একবার লগিন করার চেষ্টা করে দেখতে পারেন। আশা করি লগিন করতে পেরেছেন। যদি না হয় তাহলে ম্যানুয়ালীও ক্যাশ পরিস্কার করতে পারেন।
১। বামে উপরের কোণ এ Firefox বাটন থেকে Option এ ক্লিক করুন।
২। ডানে Advanced বাটন এ ক্লিক করুন এবং সেখান থেকে Network ট্যাব এ যান
৩। Cached Web Content অংশ থেকে “Clear Now” বাটনটিতে ক্লিক করুন
ব্যাস এবার টেকটিউনস ব্রাউজ করে লগিন করার চেষ্টা করুন। আশা করছি আপনি লগিন করতে পেরেছেন !
কাজের শুরুতে এবং শেষে একবার করে সব পরিষ্কার করে নেই তাই এখন পর্যন্ত লগইন করতে আমার কোন সমস্যা হয়নি 😛
গুরু আপনার সাহায দরকার
বলেন কিভাবে সাহায্য করতে পারি।
অনেকটা ভিমরতি খাওয়ার মত অবস্থায় পড়তে হয়… 😆
আমি টেকটিউনস পরিবারের এর একজন নিয়মিত সদস্য।আমার আইডি alamin.jsr (আলআমিন) কিছুদিন আগে টেকটিউনসে একটা পোষ্ট হয়েছিল যেটার শিরোনাম ছিল- বলবেন কথা বাংলায়, হয়ে যাবে লেখা। ওখান থেকে একটা সফট নামাই এবং install করার চেষ্টা করি কিন্তু install হয় নাই। এর কিছু খন পর (munnamark) ভায়ের একটা পোষ্ট দেখলাম যে এটা আসলে ভাইরাজ। এর পর থেকে আমার গোলমাল শুরু হল আমার আই ডি দিয়ে দেখি টিউন হইছে যেটার শিরোনাম ছিল- মাথা নষ্ট স্প্রিডে ফ্রি নেট চালান (এই ধরনের) এটা দেখে আমি সাথে সাথে আমার আই ডি তে লগিন করি এবং পাসওয়াড পাল্টে ফেলি (এবং টিউনটি ডিলেট করার চেষ্টা করি কিন্তু হয় নাই)। আর এখন দেখছি আমার আই ডি টা বন্ধ করে দেওয়া হয়েছে। টেকটিউন এর মডারেটরদের কাছে আমার আকুল আবেদন যে, আমার দোষ-গুন খতিয়ে দেখে আমার আই ডিটি সচল (চালু) করে দেওয়া হোক।