ফেব্রুয়ারী মাসের জরিপ
জরিপের বিষয়টি ছিলঃ ল্যাপটপ বনাম ডেক্সটপ ! সকল কাজের জন্য কোনটি আপনার পছন্দ !
- জরিপটি বিগত ২রা ফেব্রুয়ারী থেকে ২৮শে ফেব্রুয়ারী পর্যন্ত স্থায়ী ছিল।
জরিপের ফলাফলঃ
- জরিপটিতে মোট ৯৩১ জন ভোটার অংশগ্রহণ করেন।
সকল প্রকার কাজের জন্য ডেক্সটপই সেরা !
দিন দিন প্রচুর পরিমানে ল্যাপটপ এর সংখ্যা বাড়লেও এই জরিপের ফলাফল সত্যিই অবাককৃত ! বর্তমানে কেউ কম্পিউটার নিলে সাধারণত ল্যাপটপই নির্বাচন করে ! এবং গত দুই বছরে দেশে প্রচুর পরিমানে ল্যাপটপ বিক্রি হয়েছেও ! মোটামুটি ধরণের ল্যাপটপ এর পাশাপাশি এখন অনেক উন্নত, ষ্টাইলুস, টেকসই এবং পাওয়ারফুল ল্যাপটপও বের হয়েছে ! যেগুলি ডেক্সটপ এর কোন অংশেই কম নয় !
ল্যাপটপের সবচেয়ে বড় সুবিধাটি হল এর পোর্টেবিলিটি এবং চার্জ ব্যবস্থা ! ফলে সবখানেই সাথে নিয়ে যাওয়া যায় এবং গুরুত্বপূর্ণ কাজও সেরে ফেলা যায়। তবে প্রায় প্রতিটি ল্যাপটপ এর প্রধান যে সমস্যা বা অসুবিধা সেটি হল এর কুলিং ব্যবস্থা ! ল্যাপটপ যতদামীই হোকনা কেন ! ভারী কোন কাজ অনেক্ষণ ধরে করলে গরম হবেই ! আর গরম হলেই কাজের মনেযোগ হারিয়ে যাবে কারণ ল্যাপটপ এর হীটটি সাধারণ সরাসরি হাতে লাগে ! আর গরমকালে তো কোন কথাই নেই। অনেক্ষণ চললে প্রচুর গরম অনুভব হয় !
এই ক্ষেত্রটি বিবেচনা করলে ডেক্সটপই সকল প্রকার কাজের জন্য উত্তম ! কারণ হীট এর পার্থক্য ছাড়া তেমন বড় কোন বৈষম্য ল্যাপটপ কিংবা ডেক্সটপ এর মধ্যে লক্ষ্য করা যায় না।
টেকটিউনস জরিপ [মার্চ-২০১৩] -এ অংশগ্রহণ করুন
এই মাসের জন্য নতুন জরিপ দেয়া হয়েছে।
- নতুন জরিপে অংশগ্রহণ করতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকের মাধ্যমে জরিপে অংশ নিতে এখানে ক্লিক করুন।
–
সাইফুল ইসলাম
এঞ্জেল মডারেটর
টেকটিউনস
ল্যাপি তে ভুলেও বসা হয় না… ডেস্কটপ এর সাথে মিশে গেছি…