আগষ্ট মাসের জরিপ
জরিপের বিষয়টি ছিলঃ টেকটিউনসে আর কী কী নতুন বিভাগ চান?
- জরিপটি বিগত ১লা আগষ্ট থেকে ৩১শে আগষ্ট পর্যন্ত স্থায়ী ছিল।
জরিপের ফলাফলঃ
- জরিপটিতে মোট ২,০৯০ জন ভোটার অংশগ্রহণ করেন।
উল্লেখ্যঃ অন্যান্য (আপনার পছন্দ যোগ করুন) এর মধ্যে ফরেক্স ও জুমলা সর্বাধিক ভোট পেয়েছে।
উপরের ফলাফল থেকে, দেখা যাচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক ভোট পেয়ে ওডেস্ক প্রথমে রয়েছে, দ্বিতীয়তে রয়েছে এনড্রয়েট, তৃতীয়তে এসইও এবং ক্রমান্বয়ে বাকিগুলি।
টেকটিউনস এ যুক্ত হচ্ছে নতুন নতুন বিভাগ !
দেশের সবচেয়ে বড় জনপ্রিয় প্রযুক্তি সাইট হিসেবে টেকটিউনস সবসময় চায় টিউনারদেরকে ব্লগিং এর অন্যরকম স্বাদ দিতে ! প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যোগ করার মাধ্যমে টেকটিউনস তাঁর এই ধারা বজায় রেখে আসছে !
পৃথিবীতে প্রতিনিয়তই বিভিন্ন নতুন নতুন জিনিস এবং বিষয় জনপ্রিয় হয়ে উঠছে। আর এজন্য টেকটিউনসও জনপ্রিয় কিছু বিভাগ এর প্রয়োজন বোধ করছিল। তাই গত মাসে বিভিন্ন আলোচিত ও জনপ্রিয় বিষয়গুলি নিয়ে এই জরিপটি করা হয়। সর্বাধিক ভোট পাওয়া বিভাগগুলি খুব শিঘ্রই টেকটিউনস এ যোগ হচ্ছে !
টেকটিউনস জরিপ [ সেপ্টেম্বর-২০১২ ] -এ অংশগ্রহণ করুন
এই মাসের জন্য নতুন জরিপ দেয়া হয়েছে।
- নতুন জরিপে অংশগ্রহণ করতে এখানে ক্লিক করুন।
–
সাইফুল ইসলাম
এঞ্জেল মডারেটর
টেকটিউনস